প্রতিনিধি ১২ সেপ্টেম্বর ২০২৪ , ২:৫১:৩৮ প্রিন্ট সংস্করণ
একদিকে পোশাক শিল্প বাংলাদেশের অর্থকে চাঙা করে রেখেছে, অন্যদিকে বেকারত্ব সমস্যাকে লাঘব করছে। যারাই এই শিল্পকে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করবে সকলে ঐক্যবদ্ধ হয়ে তাদের বিরুদ্ধে রুখে দাড়ানোর আহবান জানান বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) সভাপতি খন্দকার রফিকুল ইসলাম।
বুধবার সন্ধ্যায় শিল্পাঞ্চল আশুলিয়ার নরসিংহপুর এলাকায় চলমান নৈরাজ্য, বিশৃঙ্খলা থেকে গার্মেন্টস শিল্পকে রক্ষায় আয়োজিত শ্রমিক জনতার সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তাঁর বক্তব্যে সকলকে এই আহবান জানান তিনি।
এসময় তিনি বলেন, নানা সমস্যার কারণে গত এক বছরে প্রায় ২৭০টা কারখানা বন্ধ হয়ে গেছে। এত কারখানা বন্ধ হয়ে যাবার পরেও বাংলাদেশের অর্থনীতি টিকে আছে গার্মেন্টস শিল্প এবং আমাদের প্রবাসী ভাইদের রেমিট্যান্সের উপর। আজকে আমাদের ৩০ বছরের অভিজ্ঞতায় আছে, আমাদের কারখানার শ্রমিক ভাইবোনরা সব সময় আমাদের সাথে আছেন। কখনো কখনো মাঝে মধ্যে কয়েক বছর পর পর সমস্যা হয়। সেই সমস্যা আপনারা-আমরা সকলে হাতে-হাত মিলিয়ে সমাধান করেছি। যদি আমরা ঐক্যবদ্ধভাবে না দাঁড়াই তাহলে আপনারা অলরেডি পত্র-পত্রিকায় দেখেছেন আমাদের দেশ থেকে ১০ থেকে ১৫ পার্সেন্ট অর্ডার শিফট করেছে অন্যদেশে। যেসব দেশের এই দেশ থেকে গার্মেন্টস ব্যবসা নিয়ে যাবার ইচ্ছে আছে, তারা আমাদেরকে শান্তিতে ব্যবসা করার খুব একটা সুযোগ দিবেনা। কিন্তু আমাদের অধিকার আমাদেরকে রক্ষা করতে হবে। আমাদের সবাইকে এই সাময়িক দূর্যোগের সময় ঐক্যবদ্ধভাবে পাশে দাঁড়াতে হবে।
তিনি এয়োও বলেন, অতীতেও আমরা যেভাবে সমস্ত সমস্যা অতিক্রম করে বাংলাদেশ আজকে এখানে এসেছে, আজকে বাংলাদেশের নতুন করে ঘুরে দাঁড়ানোর সময়ে, আমি বিজিএমইএর সভাপতি হিসেবে সমস্ত মালিকদের পক্ষ থেকে আপনাদের কাছে আকুল আবেদন জানাই, আপনারা সবাই সহযোগিতা করেন। আমরা বৃহস্পতিবার থেকে যেন কাজে যোগ দেই।
সাভারের সাবেক সংসদ সদস্য ও বিএনপির সহ-পরিবার পরিকল্পণা বিষয়ক সম্পাদক ডা. দেওয়ান সালাউদ্দিন বাবুর সভাপতিত্বে সমাবেশে এসময় উপস্থিত ছিলেন, হা-মীম গ্রুপের চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য একে আজাদ, আল মুসলিম গ্রুপের চেয়ারম্যান মো. আব্দুল্লাহ, সাভার উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান, বিএনপি নেতা দেওয়ান মোহাম্মদ মঈন উদ্দিন বিপ্লব ও মোঃ শরীফুল আলম।
এছাড়া আরও উপস্থিত ছিলেন, ঢাকা জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি জাহিদ হাসান বিকাশ, আশুলিয়া থানা স্বেচ্ছাসেবক দলের সভাপতি অ্যাডভোকেট মো. জিল্লুর রহমান, ইয়ারপুর ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক মো. দেলোয়ার হোসেন সরকার, যুব বিষয়ক সম্পাদক এসএম কিসমত আলী, যুবদল নেতা মো. দেলোয়ার মন্ডল, ছাত্রদল নেতা মো. রিপন শিকদার সহ স্থানীয় প্রায় কয়েক হাজার বাড়ির মালিক ও পোশাক কারখানার শ্রমিকগণ।