চট্টগ্রাম

বোয়ালখালী থানার নতুন ওসি গোলাম সারোয়ার 

  প্রতিনিধি ১৭ সেপ্টেম্বর ২০২৪ , ৪:১২:৪২ প্রিন্ট সংস্করণ

বোয়ালখালী থানার নতুন ওসি গোলাম সারোয়ার 

চট্টগ্রামের বোয়ালখালী থানায় অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে যোগদান করেছেন গোলাম সারোয়ার ।

সোমবার (১৬ সেপ্টেম্বর ) তিনি বোয়ালখালী থানায় যোগদান করে অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে দায়িত্বভার বুঝে নেন।

বোয়ালখালী থানায় যোগদানের আগে তিনি কিশোরগঞ্জ জেলার জেলা পুলিশে দায়িত্ব পালন করেছেন।

এদিকে, গত (২ সেপ্টেম্বর) চট্টগ্রাম রেঞ্জের নবনিযুক্ত পুলিশ সুপার রায়হান উদ্দিন খান স্বাক্ষরিত এক আদেশে চট্টগ্রামের ১২টি থানার অফিসার ইনচার্জ সহ বোয়ালখালী থানার অফিসার ইনচার্জ (ওসি ) মো. আছহাব উদ্দিনকে লাইন ও আর , চট্টগ্রামে সংযুক্ত করেছেন।

বোয়ালখালী থানার নবনিযুক্ত অফিসার ইনচার্জ (ওসি)গোলাম সারোয়ার বলেন, বোয়ালখালী থানাবাসীকে সব সময় সর্বোচ্চ সেবা দেওয়ার মানসিকতা নিয়ে কাজ করে যাবো। এছাড়া মাদক, ভূমিদস্যু, অসামাজিক কার্যকলাপ সহ সকল ধরনের অপরাধের বিরুদ্ধে জিরো টলারেন্স কাজ করে যাবে বোয়ালখালী থানা পুলিশ। বোয়ালখালী উপজেলাকে একটি মডেল, অপরাধমুক্ত ও অসাম্প্রদায়িক 

বিনিমার্ণে বোয়ালখালী সর্বস্তরের জনসাধারণের সহযোগিতা কামনা করেছেন বোয়ালখালী থানার নবনিযুক্ত অফিসার ইনচার্জ (ওসি) গোলাম সারোয়ার।

এ সময় বোয়ালখালী থানার নবনিযুক্ত অফিসার ইনচার্জ (ওসি) গোলাম সারোয়ার বোয়ালখালী থানায় যোগদান করায় অভিনন্দন জানিয়েছেন বোয়ালখালী প্রেস ক্লাবসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।

আরও খবর

Sponsered content