চট্টগ্রাম

নতুন নতুন জাহাজে আরও সমৃদ্ধ হবে বিএসসি : নৌপরিবহন উপদেষ্টা

  প্রতিনিধি ৬ অক্টোবর ২০২৪ , ৫:৫৪:১৬ প্রিন্ট সংস্করণ

নতুন নতুন জাহাজে আরও সমৃদ্ধ হবে বিএসসি : নৌপরিবহন উপদেষ্টা

নতুন নতুন আরও জাহাজ যুক্ত হয়ে বিএসসি হবে সমৃদ্ধ ও শক্তিশালী। দেশের অর্থনীতির প্রাণ সচল রাখতে বিএসসি নিয়ে আমাদের নানা পরিকল্পনা রয়েছে। ষড়যন্ত্র মোকাবেলা করে ইনশাল্লাহ আমরা কাংখিত লক্ষে পৌঁছাতে পারবো। আমরা যতদিন আছি, একটা কাজ করতে পারি সেটা হচ্ছে দুর্নীতি কমানো, সেটি করা গেলে আমাদের অনেক সমস্যারই সমাধান ঘটবে।

রোববার (৬ অক্টোবর) দুপুরে বিএসসি কার্যালয়ে ব্রিফিংকালে নৌপরিবহন এবং পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন এসব কথা বলেন।

উপদেষ্টা বলেন, গত শুক্রবার সাড়ে ১২টার সময় বাংলার সৌরভে ঘটনা ঘটার সঙ্গে সঙ্গে এমডি জানিয়েছেন। প্রতিটি মুহূর্তে কী হচ্ছে জানতে পারছিলাম। বিএসসি থেকে তদন্ত করতে বলেছি। জাহাজের ইন্স্যুরেন্সের ব্যাপার আছে। তারপর একজন মারা গেছেন। তিনি আগুনে পুড়ে মারা যাননি। ট্রমার কারণে মারা গেছেন, ডাক্তাররা ভালো বলতে পারবেন। দুইটি জাহাজে অগ্নিকান্ডে চার জন মারা গেছেন। পর পর দুইটি ঘটনার পর সন্দেহ যাতে দূর হয় বা প্রকৃত ঘটনা যাতে বের করে আনার জন্য অ্যাডিশনাল সেক্রেটারিকে প্রধান করে একটি পৃথক তদন্ত কমিটি করা হবে।

তিনি বলেন, জাহাজে আগুন লেগেছে তাই কিছু সেফটির বিষয় দেখতে হবে। এরপর বাংলার সৌরভ থেকে অপরিশোধিত তেল স্থানান্তর করা হবে। বিপিসিকেও বলেছি, টার্মিনালের ক্যাপাসিটি বাড়ান। চীন থেকে চারটি নতুন জাহাজ সংগ্রহ করা প্রসঙ্গে তিনি বলেন, একটি টিম কাজ করছে দাম নির্ধারণের জন্য। আমরা দাম কমানোর চেষ্টা করছি। এসময় বিএসসির কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরও খবর

Sponsered content