প্রতিনিধি ৮ অক্টোবর ২০২৪ , ৫:১৮:২৯ প্রিন্ট সংস্করণ
চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের পূর্ব হাছনদন্ডী খন্দকারপাড়া এলাকায় গত মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টায় বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে সংঘটিত অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ তিনটি পরিবারকে পৌরসভার পক্ষ থেকে পাঁচ হাজার টাকা করে মোট পনের হাজার টাকা আর্থিক সহায়তা দেয়া হয়েছে।
মঙ্গলবার (৮ অক্টোবর) দুপুরে পৌর প্রশাসকের কক্ষে ক্ষতিগ্রস্ত কহিনুর আক্তার, মজিবুর রহমান ও জিয়াউর রহমানের হাতে আর্থিক সহায়তার চেক তুলে দেন দোহাজারী পৌরসভার প্রশাসক ও উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ডিপ্লোমেসি চাকমা।
এসময় উপস্থিত ছিলেন পৌর নির্বাহী কর্মকর্তা মো. শাসছুদ্দিন, সহকারী প্রকৌশলী মো. নাঈম উদ্দিন, উপজেলা অ্যাকাডেমিক সুপারভাইজার বিপিন চন্দ্র রায়, উপ-সহকারী কৃষি কর্মকর্তা সৈকত বড়ুয়া, পৌরসভার উপ-সহকারী প্রকৌশলী (বিদ্যুৎ) তন্ময় চাকমা, হিসাব রক্ষক জাহাঙ্গীর আলম, লাইসেন্স পরিদর্শক বিধান বড়ুয়া, কর আদায়কারী মিজানুর রহমান, কনজারভেন্সি ইন্সপেক্টর জমির উদ্দিন প্রমুখ।