চট্টগ্রাম

মিরসরাইয়ে র‌্যাবের হাতে  ৬৩ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার

  প্রতিনিধি ১৫ অক্টোবর ২০২৪ , ৪:২৯:৪০ প্রিন্ট সংস্করণ

মিরসরাইয়ে র‌্যাবের হাতে  ৬৩ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার

চট্টগ্রামের মিরসরাইয়ে পাচারের উদ্দেশ্যে বারইয়ারহাট বাজারের একটি বাস কাউন্টারে গাঁজা সংরক্ষণ করার অপরাধে ইকবাল হোসেন (৩৫) নামে একজন মাদক কারবারিকে হাতেনাতে আটক করেছে র‌্যাব-৭, চট্টগ্রামের একটি  অভিযানিক দল ।

সোমবার (১৪ অক্টোবর) দিবাগত রাত ১টায় গোপন  তথ্যের ভিত্তিতে র‌্যাব-৭, চট্টগ্রামের একটি দল এই অভিযান চালায়। গ্রেফতারকৃত ইকবাল বারৈয়ারহাট পশ্চিম জামালপুর গ্রামের শহিদুল ইসলামের পুত্র।

র‌্যাব জানায় , অভিযানে ১২৭ বান্ডেলে সাড়ে ৬৩ কেজি গাঁজা পাওয়া যায়। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ৯ লাখ ৫০ হাজার টাকা। আটককৃত মাদক কারবারি ইকবাল কে জোরারগঞ্জ থানায় সোপর্দ করে একটি নিয়মিত মাদক মামলা রুজু করা হয়েছে।

জোরারগঞ্জ থানা অফিসার ইনচার্জ এটিএম শিফাতুল মাজদার জানান, র‌্যাব এর একটি টহল দল মাদক সহ একমাদক কারবারি কে আটক করে থানায় সোপর্দ করেছে। আসামির বিরুদ্ধে মামলা রুজু করে আদালতে প্রেরণের প্রস্তুতি চলছে। 

আরও খবর

Sponsered content