প্রতিনিধি ১৬ অক্টোবর ২০২৪ , ৪:১৭:৫৯ প্রিন্ট সংস্করণ
চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় গৃহবধূ লিজা আকতারকে হত্যার বিচার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন এলাকাবাসী।
মঙ্গলবার (১৫ অক্টোবর) বিকেলে বোয়ালখালী উপজেলা চত্বরে এলাকাবাসীর আয়োজনে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।মানববন্ধন থেকে লিজাকে পরিকল্পিত হত্যার ঘটনায় জড়িত আসামিদের দ্রুত গ্রেফতার ও ফাঁসির দাবি জানানো হয়েছে।
বক্তরা বলেন, আমরা লিজাকে পরিকল্পিত ভাবে হত্যার আসামি লিজার শাশুড়ি মনজুরা ,লিজার শশুর আবু বক্কর, লিজার স্বামী আমজাদ হোসসেন মুন্না, লিজার দেবর সাজ্জাদ,লিজার দেবর জাহেদ,লিজার ননদের স্বামী বশর,লিজার মামা শশুর সরওয়ার,লিজার খালা শাশুড়ি রুবি আকতারের দ্রুত গ্রেফতার ও
ফাঁসির দাবি জানাচ্ছি। মানববন্ধনে এলাকার শত শত নারী পুরুষ অংশ নেন। মানববন্ধন শেষে তারা বিক্ষোভ মিছিল করেন।
লিজার হত্যার বিচার দাবিতে মানববন্ধনে আরও বক্তব্য রাখেন— মানবাধিকার কর্মী জসিম উদ্দিন হায়দার চৌধুরী,সাধারণ শিক্ষার্থী
জুনায়েদ হোসেন সায়মন,মোহাম্মদ মাদুদ আলম,আবু সিদ্দিক,নেজাম,হাসিবুর রহমান,মোহাম্মদ মাসুম,নিহত লিজার পিতা মোহাম্মদ ইউনুছ প্রমুখ।
উল্লেখ্য,গত (৩ অক্টোবর) বৃহস্পতিবার চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার ৪নং শাকপুরা ইউনিয়নের পশ্চিম শাকপুরা এলাকার ১নং ওয়ার্ডের পশ্চিম গোমদন্ডী( সৈয়দ আহাম্মদ এর বাড়ী) প্রকাশ বহর তালুকদারের বাড়ি থেকে হাত বাঁধা ফাঁসিতে ঝুলন্ত অবস্হায় গৃহবধূ লিজা আকতার (১৯) এর রহস্যজনক মৃত্যু হয়েছে।
নিহত লিজা আকতার বোয়ালখালী উপজেলার ৪নং শাকপুরা ইউনিয়নের পশ্চিম শাকপুরা এলাকার ১নং ওয়ার্ডের বহর তালুকদারের বাড়ির প্রবাসী আমজাদ হোসেন মুন্নার স্ত্রী এবং
চরখিজিপুর চরকানাই ৭নং ওয়ার্ডের মোহাম্মদ ইউনুছের একমাত্র মেয়ে। গত ২১ জুলাই ২০২২ইং আমজাদ হোসসেন মুন্না ও লিজা আকতার একে অপরকে ভালোবেসে বিয়ে করে।বিয়ের তিন মাস পরে লিজা আকতারের স্বামী আমজাদ হোসেন মুন্না প্রবাসে চলে যায়।
এ ব্যাপারে বোয়ালখালী থানার অপমৃত্যু মামলা করা হয়েছে। ময়না তদন্তের প্রতিবেদন আসার পর জানা যাবে ঠিক কি হয়েছিল তার সাথে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানায় বোয়ালখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম সরোয়ার।