দেশজুড়ে

রায়পুরে নিষেধাজ্ঞা অমান্য করায় কারাদণ্ড ৭ জেলেকে

  প্রতিনিধি ২০ অক্টোবর ২০২৪ , ৩:২৭:৩০ প্রিন্ট সংস্করণ

রায়পুরে নিষেধাজ্ঞা অমান্য করায় কারাদণ্ড ৭ জেলেকে

নিষেধাজ্ঞা অমান্য করে রায়পুরে মেঘনায় অভয়াশ্রম এলাকায় ইলিশ ধরার দায়ে শনিবার (১৯অক্টোবর) মধ্য রাতে অভিযান চালিয়ে ৭ জেলেকে আটক করেছে প্রশাসন। আটক করার পর তাঁদের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

রায়পুর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. এমদাদুল হক এ সব তথ্য জানিয়েছেন।

এ সময় জেলেদের হেফাজতে থাকা ৭টি মাছ ধরার নৌকা ও প্রায় এক লক্ষ মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়।

রায়পুর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা জানান , গতকাল শনিবার রাতভর মা ইলিশের প্রজনন রক্ষায় মেঘনা নদীর অভয়াশ্রম এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় নদীতে মাছ ধরা অবস্থায় ৭ জেলেকে আটক করা হয়। রাতেই ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আটক ৭ জেলেকে কারাদণ্ড দেওয়া হয়। উল্লেখ্য আইন অমান্য করলে ৫ হাজার টাকা জরিমানা, সর্বোচ্চ দুই বছরের কারাদণ্ডসহ উভয় দণ্ডের বিধান রয়েছে।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন রায়পুর উপজেলার সহকারী কমিশনার(ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহেদ আরমান বলেন, ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মা-ইলিশ রক্ষায় ১৩ অক্টোবর থেকে ৩ নভেম্বর পর্যন্ত ২২ দিন ইলিশ মাছ আহরণ, পরিবহন, মজুদ, বাজারজাতকরণ, ক্রয়-বিক্রয় ও বিনিময় মৎস্য আইনে দন্ডনীয় অপরাধ।

এই নিষিদ্ধ সময়ে নদীতে মাছ শিকার করায় আনুমানিক প্রায় এক লাখ মিটার কারেন্ট জাল জব্দ করা হয়েছে। এসময় সাতটি মাছ ধরার নৌকা আটক করে সাত জেলেকে কারাদণ্ড প্রদান করা হয়।

আরও খবর

Sponsered content