প্রতিনিধি ২০ অক্টোবর ২০২৪ , ৬:৩৭:০৫ প্রিন্ট সংস্করণ
ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) আগামীতে উন্নয়ন কার্যক্রমে যুক্তরাষ্ট্রের সঙ্গে যৌথভাবে কাজ করবে। ডিএনসিসির প্রশাসক মো. মাহমুদুল হাসান এই তথ্য জানিয়েছেন। রোববার (২০ অক্টোবর) গুলশানের নগর ভবনে মার্কিন দূতাবাসের চার্জ ডি’অ্যাফেয়ার্স হেলেন লাফেইভের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও বৈঠকে তিনি এ কথা বলেন। বৈঠকে ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মীর খায়রুল আলমও উপস্থিত ছিলেন।
বৈঠকে বর্জ্য ব্যবস্থাপনা, জলাবদ্ধতা নিরসন, বায়ুদূষণ রোধ, ডেঙ্গু নিয়ন্ত্রণ, ব্লু নেটওয়ার্ক স্থাপন ও খালের উন্নয়নে সহযোগিতার বিষয়ে আলোচনা হয়েছে। এছাড়া ঢাকা শহরের যানজট নিরসন ও যোগাযোগের অবকাঠামো উন্নয়নে সহযোগিতা নিয়েও আলোচনা করা হয়।
ডিএনসিসির প্রশাসক মো. মাহমুদুল হাসান বলেন, “যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক অত্যন্ত ঘনিষ্ঠ ও বন্ধুত্বপূর্ণ। আমরা ডিএনসিসির বিভিন্ন উন্নয়ন কার্যক্রমে যুক্তরাষ্ট্রের সহযোগিতা চাই। ঢাকা শহরে ছোট-বড় অনেক খাল রয়েছে, যার উন্নয়ন মাধ্যমে ব্লু নেটওয়ার্ক স্থাপনের কার্যক্রম চলছে।”
তিনি আশা প্রকাশ করেন, ডিএনসিসি যুক্তরাষ্ট্রের সঙ্গে খাল উন্নয়ন, বর্জ্য ব্যবস্থাপনা, জলাবদ্ধতা নিরসন এবং বায়ুদূষণ রোধে একসাথে কাজ করতে আগ্রহী।
বৈঠকে ডিএনসিসির প্রশাসক ভবিষ্যতে দুই দেশের সম্পর্ক আরও গভীর হবে বলে আশাবাদ ব্যক্ত করেন এবং যুক্তরাষ্ট্রের অব্যাহত সহযোগিতা কামনা করেন।
বৈঠকে মার্কিন দূতাবাসের ডেপুটি চিফ অফ মিশন মেগান বোলডেন, কমার্শিয়াল কাউন্সেলর জন ফে, ম্যানেজমেন্ট কাউন্সেলর ত্রিশিতা মাওলা, ইকোনমিক অফিসার জেমস গার্ডিনার এবং ডিএনসিসির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।