প্রতিনিধি ২১ অক্টোবর ২০২৪ , ৫:২০:১৫ প্রিন্ট সংস্করণ
চট্টগ্রাম নগরীর কর্ণফুলী মার্কেটে মূল্য তালিকা প্রদর্শন না করায় ৫ প্রতিষ্ঠানকে সাড়ে ৯ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সোমবার (২১ অক্টোবর) এ অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আল আমিন হোসেন।
তিনি জানান, কর্ণফুলী মার্কেটে মূল্য তালিকা প্রদর্শন না করায় আমরা চারটি প্রতিষ্ঠানকে সাড়ে ৪ হাজার টাকা এবং কৃষি বিপণন লাইসেন্স প্রদর্শন করতে না পারায় একটি প্রতিষ্ঠানকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
জনস্বার্থে অভিযান অব্যাহত থাকবে এবং দোষীদের বিরুদ্ধে কঠোর আইনী ব্যবস্থা নেয়া হবে।