প্রতিনিধি ২১ অক্টোবর ২০২৪ , ৬:২৯:০৭ প্রিন্ট সংস্করণ
চট্টগ্রামের চন্দনাইশে আকস্মিক সফর করে উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণের স্থান পরিদর্শন করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের ধর্ম বিষয়ক উপদেষ্টা ড. আ.ফ.ম খালিদ হোসেন।
রোবরার দুপুরে তিনি চন্দনাইশ উপজেলা সদরস্থ পৌরসভা কার্যালয় সংলগ্ন মডেল মসজিদের প্রস্তাবিত স্থান এবং উপজেলা জামে মসজিদের স্থান পরিদর্শন করেন।
এ সময় তিনি মসজিদ স্থাপন বিষয়ে দ্রুত পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রদানের জন্য উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ডিপ্লোমেসি চাকমাকে নির্দেশ প্রদান করেন।
পরিদর্শনের সময় ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মুহাম্মদ আবদুল হামিদ জমাদ্দার ও অতিরিক্ত সচিব মুহাম্মদ আবদুল আউয়াল হাওলাদার, ইসলামিক ফাউণ্ডেশনের চট্টগ্রাম বিভাগীয় পরিচালক মাওলানা মুহাম্মদ বোরহান উদ্দীন, চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ ইমরান আল হোসাইন, ইসলামিক ফাউণ্ডেশনের ফিল্ড সুপারভাইজার মাওলানা মুহাম্মদ খাইরুল ইসলাম সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক, ধর্মীয়, স্থানীয় সাংবাদিক এবং এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, স্থান জটিলতার কারণে এতদিন উপজেলা মডেল মসজিদ নির্মাণ করা সম্ভব হয়নি। মডেল মসজিদটি বিগত সরকারের আমলে পূর্ব নির্ধারিত স্থান উপজেলা সদরে হবে নাকি চট্টগ্রাম-কক্সবাজার জাতীয় মহাসড়ক সংলগ্ন গাছবাড়িয়া কলেজ গেইট এলাকায় হবে এ নিয়ে সমস্যা ছিল। অবশেষে চন্দনাইশ মডেল মসজিদ নির্মাণ প্রক্রিয়া এগিয়ে নেওয়ার লক্ষ্যে অন্তর্বর্তীকালীন সরকারের ধর্ম বিষয়ক উপদেষ্টা বিষয়টি নজরে আনেন এবং গত রোববার সরেজমিনে পরিদর্শন করে দ্রুত পদক্ষেপ গ্রহণ করার আশ্বাস দেন।
সহকারী কমিশনার (ভূমি) ডিপ্লোমেসি চাকমা সাংবাদিকদের বলেন, মাননীয় ধর্ম বিষয়ক উপদেষ্টা মডেল মসজিদের জায়গা পরিদর্শন করেন। পাশাপাশি উপজেলা মসজিদের জায়গাটিও পরিদর্শন করে শীঘ্রই উভয় জায়গার প্রতিবেদন প্রেরণের জন্য নির্দেশনা দিয়েছেন।