প্রতিনিধি ২৩ অক্টোবর ২০২৪ , ৫:১৫:৫৬ প্রিন্ট সংস্করণ
চট্টগ্রামের বাঁশখালী উপজেলা প্রশাসনের ব্যবস্থাপনায় দ্রব্যমূল্যের উর্ধ্বগতি রোধ এবং অসাধু ব্যাবসায়ীদের সিন্ডিকেট ভাঙতে স্বল্প আয়ের মানুষের কাছে সূলভ মূল্যে ডিম বিক্রয় কার্যক্রমের উদ্বোধন করা হয়। এ কার্যক্রম দ্রব্যমূল্যের স্তিতিশীলতা ফিরে না আসা পর্যন্ত চালু থাকবে।
বুধবার (২৩ অক্টোবর) সকাল ১০ টায় উপজেলার পৌরসভাস্থ কাঁচা বাজারে এ সূলভ মূল্যে নিত্য প্রয়োজনীয় পণ্য বিক্রয় কেন্দ্রের শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জেসমিন আক্তার।
উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও প্রাণিসম্পদ দপ্তরের সহযোগিতায় প্রাথমিকভাবে প্রতি ডজন ডিম ১৪০ টাকা মূল্যে বিক্রয়ের কার্যক্রম গ্রহণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জসিম উদ্দিন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. স্বপন নন্দী ও উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।