চট্টগ্রাম

চবি শিক্ষার্থীদের মানববন্ধন

  প্রতিনিধি ২৮ অক্টোবর ২০২৪ , ৭:১২:৫২ প্রিন্ট সংস্করণ

চবি শিক্ষার্থীদের মানববন্ধন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) আইন অনুষদের সাবেক ডিন অধ্যাপক ড. আব্দুল্লাহ আল ফারুকের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগের প্রতিবাদে মানববন্ধন করেছেন আইন বিভাগের সাধারণ শিক্ষার্থীরা। সোমবার (২৮ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে আইন অনুষদের সামনে এ কর্মসূচি পালন করেন তারা।

মানববন্ধনে আইন বিভাগের শিক্ষার্থীরা বলেন, ‘আব্দুল্লাহ আল ফারুক স্যারের বিরুদ্ধে যে মিথ্যা ও মানহানিকর বিবৃতি দেওয়া হয়েছে আমরা তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। স্যার অত্যন্ত বিনয়ী, সৎ নিষ্ঠাবান শিক্ষক। তিনি আন্তর্জাতকি অঙ্গনে আইন বিভাগের শিক্ষক হিসেবে সুপরিচিত। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে যে মিথ্যা বিবৃতি দেওয়া হয়েছে আমরা এর সুষ্ঠু তদন্ত চাই।’

এসময় বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের শিক্ষার্থী মাজিদা মাহবুব, আজমল হোসেন, নিশাত তাসনীমসহ অনেকে বক্তব্য রাখেন।

আরও খবর

Sponsered content