চট্টগ্রাম

চন্দনাইশে ভোক্তা অধিকার আইনে ৪ ব্যবসায়ীকে জরিমানা

  প্রতিনিধি ২৯ অক্টোবর ২০২৪ , ৪:৫৪:৫২ প্রিন্ট সংস্করণ

চন্দনাইশে ভোক্তা অধিকার আইনে ৪ ব্যবসায়ীকে জরিমানা

চট্টগ্রামের চন্দনাইশে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণে বাজার মনিটরিং ও অভিযান পরিচালনা অব্যাহত রেখেছে উপজেলা প্রশাসন। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার (২৯ অক্টোবর) সকাল ১১ টা থেকে দুপুর সাড়ে ১২ টা পর্যন্ত চন্দনাইশ পৌরসদর বাজারে চন্দনাইশ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ডিপ্লোমেসি চাকমা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

এসময় মূল্যতালিকা না থাকা ও অতিরিক্ত দামে নিত্য প্রয়োজনীয় দ্রব্য বিক্রি ও নোংরা পরিবেশে বেকারি পণ্য উৎপাদন করার দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর সংশ্লিষ্ট ধারায় চার ব্যবসায়ীকে ২৪ হাজার ৫শ’ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। অভিযানে স্যানিটারি ইন্সপেক্টর মাজেদা বেগম, চন্দনাইশ থানা পুলিশের একটি টিম এবং ভূমি অফিসের কর্মচারীগণ সহায়তা করেন।

এ ব্যাপারে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ডিপ্লোমেসি চাকমা বলেন, বাজারের অস্থিতিশীলতা দূর করতে, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে আনতে এ অভিযান পরিচালনা করা হচ্ছে। আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।

আরও খবর

Sponsered content