চট্টগ্রাম

‘আ’লীগ শাসনের নামে শোষণ করেছে’

  প্রতিনিধি ৩০ অক্টোবর ২০২৪ , ৫:০৮:০৫ প্রিন্ট সংস্করণ

'আ'লীগ শাসনের নামে শোষন করেছে'

২০০৬ সালের ঐতিহাসিক ‘২৮ অক্টোবর’ রাজধানীর পল্টন ট্রাজেডিতে তৎকালীন বিরোধীদল আওয়ামী ফ্যাসিস্ট লীগের লগি-বৈঠার তাণ্ডবে নিহতদের স্মরণ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী বাঁশখালী উপজেলা জামায়াত।

মঙ্গলবার বিকেলে বাঁশখালী উপজেলার শীলকূপ টাইমবাজার জাফর কনভেনশন হলরুমে উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে পল্টন ট্র্যাজেডি দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

সেদিনের পৈশাচিক তাণ্ডবের কথা স্মরণ করে চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতের আমীর অ্যাডভোকেট আনোয়ারুল আলম চৌধুরী প্রধান অতিথির বক্তব্যে বলেন, ‘২৮ অক্টোবর মানেই আমাদের চোখে ভেসে ওঠে লগি-বৈঠা দিয়ে নির্বিচারে পিটিয়ে পিটিয়ে মানুষ হত্যার দৃশ্য। তারা শুধু হত্যা করেই শান্ত হয়নি বরং লাশের ওপর নৃত্য করেছে। সেদিনের ঘটনায় আমাদের চৌদ্দজন ভাইকে হত্যা করেছিল। যা পৃথিবীর ইতিহাসে কোনো সভ্য জাতি করতে পারে না। তাদের এই পৈশাচিক অত্যাচার ইতিহাসে ‘হত্যার রাজনীতিকে’ উৎসাহিত করেছে। সেইদিনের হত্যাকান্ডের মধ্য দিয়ে দেশের গণতন্ত্রকেও নস্যাৎ করেছে ফ্যাসিস্ট আ’লীগ।’

তিনি আরো বলেন, ‘আয়ামীলীগ দীর্ঘ পনেরো বছর ধরে শাসনের নামে শোষণ করেছে। মানুষের অধিকার নিয়ে চিনিমিনি খেলেছে। এ দেশের বুকে এই খুনিদের বিচার হবে। ২৪’র গণঅভ্যুর্থানে এদেশের মুক্তিকামী ছাত্র-জনতা খুনি হাসিনার সরকারকে ন্যাক্কারজনকভাবে বিদায় করেছে। শহীদরা তাদের শাহাদাতের চেতনা আমাদের মাঝে রেখে গেছেন। তারা শিখিয়ে গেছেন যেন আমাদের জীবনের বিনিময়ে হলেও এই দেশে ইসলাম কায়েম হয় এবং জালেমদের জুলুম হতে এ দেশের মানুষকে রক্ষা করা যায়।’

বাঁশখালী উপজেলা জামায়াতের আমীর ইঞ্জিনিয়ার শহিদুল মোস্তফা’র সভাপতিত্বে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা জামায়াতের সেক্রেটারি অধ্যক্ষ মাও আরিফ উল্লাহ’র সঞ্চালনায় এ সময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আবু নাছের।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মোক্তার হোছাইন সিকদার, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মাও জোবাইর আহমদ, প্রবীণ জামায়াত নেতা কাজী নুর মোহাম্মদ, শেখেরখীল ইউপি চেয়ারম্যান মাও মোরশেদুল আলম ফারুকী প্রমুখ।

আরও খবর

Sponsered content