প্রতিনিধি ৩০ অক্টোবর ২০২৪ , ৬:৩৪:৪৪ প্রিন্ট সংস্করণ
চট্টগ্রাম নগরীর খুলশী থানা এলাকায় সজিব জুস ফ্যাক্টরি নামের একটি কারখানায় আগুন লাগার ঘটনা ঘটেছে। বুধবার (৩০ অক্টোবর) ভোররাত ৪টার পরে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ভোররাত চারটার পরে লোহার কাঠামোর ওপর গড়ে তোলা কারখানাটিতে আগুন লাগে। এ সময় কারখানার পাশে একটি আবাসিক ভবনের কয়েকটি পরিবার আটকা পড়েন। আতঙ্কে তারা চিৎকার ও কান্নাকাটি করতে থাকলে ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে তাদের নিরাপদে বের করে আনেন।
বিষয়টি নিশ্চিত করে আগ্রাবাদ ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণকক্ষের দায়িত্বরত কর্মকর্তা কফিল উদ্দিন জানান, ‘ভোর চারটার পরে আগুন লাগার খবর পেয়ে আমাদের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে যায়। টানা চেষ্টায় ভোর ৫টা ১০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লাগার ঘটনা ঘটেছে। আগুনে কোনো হতাহত ঘটনা ঘটেনি। খাদ্য পণ্য ও প্যাকেট পুড়ে আনুমানিক ৬০ লাখ টাকার ক্ষয় ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।’