প্রতিনিধি ৪ নভেম্বর ২০২৪ , ৬:২৪:১৮ প্রিন্ট সংস্করণ
ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগর উপজেলার দাউদপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের ছাত্র শিক্ষকসহ হাজারো জনসাধারণের ব্যবহৃত রাস্তাটি দুই যুগ পরে নর্দমা পরিষ্কার করে ঢালাই করা হয়েছে ব্যক্তি উদ্যোগে।
৪ নভেম্বর বিদ্যালয়ের পড়শী পসার চাঁদ বাসী শিহাব উদ্দিন ইবনে হাবিবুল্লাহ, তার নিজস্ব উদ্যোগে ও পড়শীর সহযোগিতায় বিদ্যালয়ের ও জনস্বার্থে এ জনকল্যাণমূলক কাজটি করেন।
২৭০ ফিট দৈর্ঘ্য ও ৬ফিট প্রস্থে প্রায় আড়াই লক্ষ টাকার অর্থায়নে রাস্তাটি করা হয়েছে।
উক্ত রাস্তাটির উদ্বোধনীতে উপস্থিত ছিলেন, দাউদপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাজাহান মিয়া, চায়েব আলী (মেম্বার), স্থানীয় সাংবাদিক আলমগীর হোসেন সহ এলাকা বাসী
এ বিষয়ে শিহাব উদ্দিন স্থানীয় সাংবাদিককে জানান, রাস্তাটি নিয়ে ভোরের দর্পণ সহ বিভিন্ন মিডিয়াতে প্রচার হওয়াতে, বিষয়টা আমার বিবেকে নাড়া জাগে, এবং রাস্তাটি করে দিতে আগ্রহ হই। এই রাস্তাটি পুরাতন ও খুবই খারাপ অবস্থায় ছিল। স্কুলের ছাত্র-ছাত্রীসহ এলাকার জনগণ চলাচলে অকেজো হয়ে পড়েছিল । আমি এটা করে দিতে পেরে নিজেকে ধন্য মনে করেছি।
এ বিষয়ে বিজয়নগর উপজেলা নির্বাহী অফিসার মো: সাইফুল ইসলাম জানান, এই রাস্তাটি খুবই জরুরি ছিল । এমন জনকল্যাণমূলক কাজটি করাতে আমার পক্ষ থেকে ধন্যবাদ ।