প্রতিনিধি ৫ নভেম্বর ২০২৪ , ৭:০৩:৪৬ প্রিন্ট সংস্করণ
চাকরি ফিরিয়ে দেওয়াসহ ৩ দফা দাবিতে বেসরকারি খাতের সোশ্যাল ইসলামী ব্যাংকের চাকরিচ্যুত কর্মীরা মানববন্ধন করেছে। মঙ্গলবার (৫ নভেম্বর) সকালে চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে ৩ শতাধিক কর্মী এই মানববন্ধনে অংশ নেন।
এ সময় তারা যোগ্যতার ভিত্তিতেই নিয়োগ পেয়েছেন বলে দাবি করেছেন। চাকরি ফিরিয়ে না দিলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন। একই সঙ্গে আইনগত ব্যবস্থা গ্রহণের কথাও জানান তারা।
মানববন্ধনে তারা বলেন, কোনো নোটিশ ছাড়াই গত বৃহস্পতিবার আমাদের চাকরিচ্যুত করা হয়েছে। ব্যাংকের পক্ষ থেকে আমাদের জানানো হয়েছে প্রভিশন পিরিয়ড শেষ না হওয়ায় আমাদের চাকরিচ্যুত করতে নোটিশ দেওয়া হয়নি। তাদের এক নোটিশে আমাদের ৬৭২টি পরিবার অনিশ্চয়তার মধ্যে পড়েছে। এ জন্য বাংলাদেশ ব্যাংক ও সরকারের কাছে আবেদন আমাদের চাকরি ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা গ্রহণ করুন।
এতে অ্যাসিস্ট্যান্ট অফিসার বোরহান উদ্দিন, আকতারউন নবী, মোহাম্মদ আরিফ, মো.মনজুর আলম হিরু, ইব্রাহিম নূর সাইমন সাইফুল ইসলাম প্রমূখ বক্তব্য রাখেন।
মানববন্ধন শেষে তারা চট্টগ্রাম জেলা প্রশাসকের কাছে দেয়া স্মারকলিপিতে চাকরিচ্যুত কর্মীদের অবিলম্বে পুনর্বহাল, সোশ্যাল ইসলামী ব্যাংকের পরিচালনা পরিষদকে এই ঘটনার জন্য দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ ও ভবিষ্যতে এ ধরনের অন্যায় পুনরাবৃত্তি বন্ধ করার জন্য বাংলাদেশ ব্যাংককে একটি স্বচ্ছ এবং জবাবদিহিমূলক প্রক্রিয়া প্রবর্তন করার দাবি তুলে ধরেন।