দেশজুড়ে

বাগেরহাটে ব্রি ধান ১০৩এর ফসল কর্তন উৎসব ও মাঠ দিবস অনুষ্ঠিত

  প্রতিনিধি ১১ নভেম্বর ২০২৪ , ৩:৩৭:০৯ প্রিন্ট সংস্করণ

বাগেরহাটে ব্রি ধান ১০৩এর ফসল কর্তন উৎসব ও মাঠ দিবস অনুষ্ঠিত

বাগেরহাটে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট উদ্ভাবিত ব্রি ধান১০৩ এর ফসল কর্তন উৎসব ও মাঠ দিবস রবিবার বিকেলে অনুষ্ঠিত হয়েছে। ফকিরহাট উপজেলার লখপুর এলাকায় এই মাঠ দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বাগেরহাট কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক শংকর কুমার মজুমদার।

গোপালগঞ্জ বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের প্রধান ও সিনিয়র সাইন্টিফিক অফিসার ড. মো. রোমেল বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে ফকিরহাট উপজেলা কৃষি কর্মকর্তা শেখ সাখাওয়াত হোসেন, সায়েন্টিফিক অফিসার সৃজন চন্দ্র দাস, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা নুসরাত জাহান প্রমুখ।

বক্তারা বলেন, বাংলাদেশ ধান গবেষণায় ইনস্টিটিউট কর্তৃক উদ্ভাবিত সর্বশেষ জাত ব্রি ধান ১০৩এর ফলন হেক্টর প্রতি ৫.৬ টন। এই ধানের বাম্পার ফলন হাওয়ায় কৃষকরা ব্রি ধান ১০৩এর চাষে আগ্রহী হচ্ছে।

বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের গোপালগঞ্জ আঞ্চলিক কার্যালয়ের ব্যবস্থাপনায় পার্টনার প্রকল্পের অর্থায়নে ফকিরহাট উপজেলা কৃষি অফিসের সহযোগিতায় এই মাঠ দিবস অনুষ্ঠিত হয়। ফসল কর্তন উৎসব ও মাঠ দিবসের অনুষ্ঠানে বিভিন্ন এলাকার কৃষক-কৃষানীরা উপস্থিত ছিলেন।

আরও খবর

Sponsered content