চট্টগ্রাম

চন্দনাইশ পৌরসভার ৪নং ওয়ার্ড বিএনপির মতবিনিময় সভা

  প্রতিনিধি ১৬ নভেম্বর ২০২৪ , ৫:৪১:৫৫ প্রিন্ট সংস্করণ

চন্দনাইশ পৌরসভার ৪নং ওয়ার্ড বিএনপির মতবিনিময় সভা

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রণীত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১দফা দাবী বাস্তবায়নের লক্ষ্যে চট্টগ্রামের চন্দনাইশ পৌরসভার ৪নং ওয়ার্ড বিএনপি, যুবদল, ছাত্রদলসহ সকল অঙ্গসংগঠন কর্তৃক আয়োজিত এক মতবিনিময় সভা শুক্রবার (১৫ নভেম্বর) সন্ধায় পৌরসভা সদরস্থ ফাতেমা জিন্নাহ বালিকা উচ্চ বিদ্যালয়ের হলরুমে চন্দনাইশ পৌরসভা বিএনপি নেতা মো.শওকত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে।

এতে প্রধান অতিথি ছিলেন চন্দনাইশ পৌরসভা বিএনপির সিনিয়র যুগ্ম-আহবায়ক মো. ইখতিয়ার হোসেন।

পৌরসভা যুবদলের যুগ্ম আহবায়ক কামরুল হাছান  ও হেলাল উদ্দীনের যৌথ সঞ্চালনায় বক্তব্য রাখেন পৌরসভা বিএনপির যুগ্ম আহবায়ক অলি হোসেন মুন্সি, বিএনপি নেতা আবু সালেহ, মুজিবুর রহমান, নাজিম উদ্দীন, সেলিম উদ্দীন, দক্ষিণ জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি সিরাজুল ইসলাম, পৌরসভা যুবদলের আহবায়ক আজম খান, দক্ষিণ জেলা যুবদল নেতা আবুল কালাম আজাদ, পৌরসভা শ্রমিক দলের সভাপতি হাজী আবু ছিদ্দিক, পৌরসভা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সেলিম উদ্দিন, সদস্য সচিব সাইফুল ইসলাম, যগ্ম আহবায়ক মো.মোমেন, পৌরসভা ছাত্রদলের সাবেক সভাপতি রাজীব হোসেন। এসময় উপস্থিত ছিলেন পৌরসভা যুবদলের যুগ্ম আহবায়ক আবদুল মান্নান, সিরাজুল ইসলাম, আকবর, সেলিম আল দীন, স্বেচ্ছাসেবক দল নেতা আবদুল মান্নান, ছাত্রদল নেতা আরফান চৌধুরী, জাবেদ চৌধুরী রহিম, মুনতাছিরসহ ওয়ার্ড বিএনপি, যুবদল, ছাত্রদল সহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা বলেন, “দেশ নায়ক তারেক রহমান প্রণীত রাষ্ট্র কাঠামো মেরামতের প্রস্তাবিত ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে সবাইকে নিয়ে একটি অন্তর্ভুক্তিমূলক, উদার ও গণতান্ত্রিক রাষ্ট্র গড়া হবে। ৩১ দফা শুধু বিএনপির নয় এইটা সম্মিলিত সবার দফা। আমাদের নেতা তারেক রহমান বলেছেন, আগামী নির্বাচন হবে খুবই কঠিন। আওয়ামীলীগ মাঠে নাই তার মানে এই নয় বিএনপি খুব সহজে সরকার গঠন করবে। সবাই ঐক্যবদ্ধ হয়ে মানুষকে ভালবেসে তাদের সমর্থন নিয়ে বিএনপিকে ক্ষমতায় আনতে হবে। আমাদের নেতা তারেক রহমান অবশ্যই বীরের মতো দেশে আসবেন।

আরও খবর

Sponsered content