চট্টগ্রাম

পটিয়ায় অস্ত্র ঠেকিয়ে আবারো ২১ গরু লুট, আহত ৩

  প্রতিনিধি ১৯ নভেম্বর ২০২৪ , ৪:১০:৫৯ প্রিন্ট সংস্করণ

পটিয়ায় অস্ত্র ঠেকিয়ে আবারো ২১ গরু লুট, আহত ৩

চট্টগ্রামের পটিয়ায় নৈশ্যপ্রহরীকে মারধর ও অস্ত্র ঠেকিয়ে আবারো ২১ গরু লুটের ঘটনা ঘটেছে। ইদানিং সময়ে পটিয়ার কোন কোন জায়গায় প্রতি রাতে ঘটছে চুরি ডাকাতি। তারই ধারাবাহিতায় সোমবার দিন গত রাতে পটিয়া উপজেলার ধলঘাট ইউনিয়নের ৫নং ওয়ার্ডের নন্দেরখীল গ্রামের মরিয়ম এগ্রো গরু লুটের ঘটনা ঘটে।

এসময় ডাকাতদল খামারে ঢুকে নৈশ্যপ্রহরী আলাউদ্দিন (৪৫), সালাউদ্দিন (৩৫) ও মো: রহিমকে (২০) বেঁধে মারধর ও অস্ত্রের ভয় দেখিয়ে ফিল্মি স্টাইলে ২১টি গরু লুট করে নিয়ে যায়। ঘটনার আগে খামারের সকল বৈদ্যুতিক লাইট বন্ধ করে দেওয়া হয়। জানা গেছে, উপজেলার ধলঘাট ইউনিয়নের নন্দেরখীল গ্রামে দীর্ঘদিন ধরে মোহাম্মদ তৌহিদ নামের একব্যক্তি গরুর খামার করে আসছিলেন। তার খামারে ৩২টি গরু ছিল। এর মধ্যে মঙ্গলবার ভোরে রাতে ডাকাতদল তার গরু নিয়ে যায়।

আজ সকালে খামারের নৈশ্যপ্রহরীকে ডাকতে গেলে তাদের হাত-পা বাঁধা অবস্থায় লোকজন তাদের উদ্ধার করে। মরিয়ম এগ্রো ফার্মের মালিক মোহাম্মদ তৌহিদ জানিয়েছেন, সোমবার রাত ১টা পর্যন্ত তিনি খামারে ছিলেন৷ পরে খামার বন্ধ করে নৈশ্যপ্রহরীরা ঘুমাতে যান। তার খামারে ৩২টি গরু ছিল। এর মধ্যে সংঘটিত গরু লুটের ঘটনায় প্রায় ৪৫ লাখ টাকা দামের ২১টি গরু লটু করে নিয়ে যায়। আরো ৩টি গরু জোরপুর্বক নিতে চেয়েছিল।

সম্ভবত গাড়িতে উঠানোর সময় আঘাতপ্রাপ্ত হয়েছে। তবে এ ৩টি গরু নিতে পারেরি। পটিয়া থানার ডিউটি অফিসার সুজন জানিয়েছেন বিষয়টি স্যারে অবগত করেছেন। ঘটনাস্থলে পুলিশের একটি টিম গেছে। তারা না আসা পর্যন্ত বলা যাচ্ছে না কি হয়েছে। উল্লেখ্য, গত মঙ্গলবার রাতে উপজেলার হাবিলাসদ্বীপ ইউনিয়নের হুলাইন ছালেহ নুর ডিগ্রী কলেজ এলাকার একটি ফার্ম থেকে ১৯টি গরু লুটের ঘটনা।

এছাড়া গত ৮ই নভেম্বর রাতে উপজেলার খরনা ইউনিয়নের খরনা রেল ষ্টেশন এলাকার দারোয়ান কে মাথায় আঘাত করে একটি স্বর্ণের দোকান সহ মোট ৪টি দোকান লুট করে নিয়ে যায় ডাকাতদল।

আরও খবর

Sponsered content