দেশজুড়ে

হাটহাজারীতে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ

  প্রতিনিধি ২৮ জুলাই ২০২০ , ৮:১৬:৫১ প্রিন্ট সংস্করণ

হাটহাজারীতে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ

হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি : করোনা পরিস্থিতিতে বাসায় পড়াশোনা চালিয়ে যেতে শিক্ষার্থীদের উৎসাহিত করতে উপজেলার ৩৩২ জন দরিদ্র শিক্ষার্থীর মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে। মঙ্গলবার হাটহাজারী উপজেলা প্রশাসনের উদ্যোগে এবং ওয়ার্ল্ড ভিশন হাটহাজারী এরিয়া প্রোগ্রামের আর্থিক সহায়তায় উপজেলার সন্দ্বীপ পাড়া প্রাথমিক বিদ্যালয়ের ৩৩২ জন দরিদ্র শিক্ষার্থীদের মাঝে প্রত্যেককে ৮ টি করে খাতা দেওয়া হয়। এসময় হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মাদ রুহুল আমিন, ওয়ার্ল্ড ভিশনের এরিয়া ম্যানেজার সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। ওয়ার্ল্ড ভিশন হাটহাজারী এরিয়া প্রোগ্রামকে ধন্যবাদ জ্ঞাপন করে হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মাদ রুহুল আমিন জানান, করোনা পরিস্থিতির কারণে উপজেলার সন্দ্বীপ পাড়া প্রাথমিক বিদ্যালয়ের ৩৩২ জন শিক্ষার্থীর মধ্যে মাত্র ২০ জনের হাতে স্বাস্থ্যবিধি মেনে খাতা তুলে দেয়া হয়েছে। বাকিদের হাতে স্বাস্থ্য বিধি মেনে খাতা পৌঁছে দেয়া হবে।

আরও খবর

Sponsered content