বাংলাদেশ

‘আমাদের নিয়ত সহিহ, গুরুত্বপূর্ণ সংস্কার হলেই নির্বাচন’

  প্রতিনিধি ২৪ নভেম্বর ২০২৪ , ৩:২৪:১৩ প্রিন্ট সংস্করণ

‘আমাদের নিয়ত সহিহ, গুরুত্বপূর্ণ সংস্কার হলেই নির্বাচন’
ছবি: সংগৃহীত

অবাধ, সুষ্ঠু ও বিশ্বাসযোগ্য ভোট করতে নির্বাচন কমিশন প্রতিশ্রুতিবদ্ধ বলে মন্তব্য করেছেন নতুন সিইসি এ এম এম নাসির উদ্দীন। তিনি বলেন, ‘আমাদের নিয়ত সহিহ, গুরুত্বপূর্ণ সংস্কার হলেই নির্বাচনের আয়োজন করা হবে।’

রোববার (২৪ নভেম্বর) দুপুরে শপথবাক‍্য পাঠ করার পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন সিইসি।

তরুণদের স্বপ্ন পূরণে কাজ করার প্রতিশ্রুতি দিয়ে নাসির উদ্দীন বলেন, তরুণরা দীর্ঘ ১৫ বছর ভোট দিতে পারেনি। তাদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা হবে।

সিইসি বলেন, আমি চ্যালেঞ্জ মোকাবেলা করে আসা মানুষ। কয়েকটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ে দায়িত্ব পালন করেছি। চ্যালেঞ্জ নিয়েছি। সফল হয়েছি। আমরা সুষ্ঠু ভোট আয়োজন করতে প্রতিশ্রুতিবদ্ধ।

আরেক প্রশ্নের জবাবে নাসির উদ্দীন বলেন, প্রধান বিচারপতি বলেছেন সমন্বয় করে কাজ করতে।

এর আগে দুপুর দেড়টার দিকে সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে নতুন সিইসি ও চার নির্বাচন কমিশনার শপথ নেন। তাদের শপথ পড়ান প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ।

শপথ নেওয়া নতুন চার কমিশনার হলেন- সাবেক অতিরিক্ত সচিব আনোয়ারুল ইসলাম সরকার, সাবেক জেলা ও দায়রা জজ আবদুর রহমানেল মাসুদ, সাবেক যুগ্ম সচিব বেগম তহমিদা আহমদ এবং অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো. সানাউল্লাহ।

শপথ অনুষ্ঠান পরিচালনা করেন সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল আজিজ আহমদ ভূঞা। এ সময় সুপ্রিম কোর্টের কর্মকর্তা, নির্বাচন কমিশন সচিব ও অন্যরা উপস্থিত ছিলেন।

আরও খবর

Sponsered content