প্রতিনিধি ২৪ নভেম্বর ২০২৪ , ৭:০৬:৪২ প্রিন্ট সংস্করণ
হারানো চাকরি ফিরে পাওয়ার দাবিতে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন বেসরকারি তিনটি ব্যাংকের চাকরিচ্যুত কর্মকর্তারা। এতে কিছু সময়ের জন্য চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।
রবিবার (২৪ নভেম্বর) সকাল সাড়ে ৮টা থেকে কর্ণফুলী উপজেলার মইজ্জারটেক এলাকায় মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন তারা। বিক্ষোভকারীরা সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড (এসআইবিএল), ইসলামী ব্যাংক এবং ইউনিয়ন ব্যাংকের সাবেক কর্মকর্তা।
এসময় বিক্ষোভকারীরা ‘বৈষম্যের ঠাঁই নাই; আমার তোমার বাংলায়’, ‘লড়তে হলে লড়বো; চাকরি নিয়ে ফিরবো’, ‘এক দফা এক দাবি; চাকরি চাই চাকরি চাই’সহ নানা স্লোগান দেন।
বিক্ষোভকারীদের দাবি অনলাইনে আবেদন করে, সঠিক নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে চাকরি হয়েছে। এখন নিয়োগ প্রক্রিয়ার প্রশ্ন তুলে চাকরিচ্যুত করা হয়েছে। ডিসি এবংপ্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি দেওয়া হয়েছে। দাবি না মানলে বৃহৎ কর্মসূচির হুঁশিয়ারি দেন তাঁরা।
কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির হোসেন বলেন, ‘ব্যাংক থেকে চাকরি হারানো কর্মকর্তারা চাকরি ফিরে পাওয়ার দাবিতে অবরোধ করছেন। অবরোধের কারণে দু’প্রান্তে যানজট সৃষ্টি হয়েছে। তাদের সরিয়ে দেওয়া হয়েছে। এখন যান চলাচল স্বাভাবিক রয়েছে।