প্রতিনিধি ২৭ নভেম্বর ২০২৪ , ৬:৫৯:২২ প্রিন্ট সংস্করণ
বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র ও পুণ্ডরীক ধামের অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিন নামঞ্জুর এবং কারাগারে পাঠানোকে কেন্দ্র করে ইসকন সমর্থকদের হামলায় চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে নৃশংসভাবে হত্যা, মুসল্লীদের মারধর ও মসজিদে হামলার ঘটনার প্রতিবাদ এবং ইসকন নিষিদ্ধের দাবি জানিয়ে চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌরসভায় ‘দোহাজারীর সর্বস্তরের মুসলিম জনতা’র ব্যানারে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৭ নভেম্বর) বিকাল ৩টার সময় বিক্ষোভ মিছিলটি দোহাজারী পৌরসভা সদরের হাজারী শপিং সেন্টার থেকে শুরু হয়ে ফুলতলা ও বিওসির মোড় এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক প্রদক্ষিণ করে পুনরায় হাজারী শপিং সেন্টারের সামনে এসে শেষ হয়। পরে হাজারী শপিং সেন্টারের সামনে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
ইমন এনামের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন- আমির হোসেন, মাওলানা তৌহিদ মোস্তফা কাদেরি, নাজিম উদ্দিন মাওলানা আনাস, মোঃ আরিফ, হোসাইন মো. আকিব, মো. আজম, সাইমন হাসান জিকু, আব্দুল্লাহ আল কাফি, মারুফ প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, তরুণ আইনজীবী এ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফকে যারা নৃশংসভাবে হত্যা করেছে, এবং মুসল্লীদের মারধর ও পবিত্র স্থান মসজিদে যারা হামলা করেছে তাদেরকে চিহ্নিত করে দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনতে হবে। এবং ইসকন সংগঠনকে বাংলাদেশ থেকে নিষিদ্ধ করতে হবে বলে দাবি জানান বক্তারা।