চট্টগ্রাম

আইনজীবী আলিফ হত্যার প্রতিবাদে দোহাজারীতে বিক্ষোভ মিছিল

  প্রতিনিধি ২৭ নভেম্বর ২০২৪ , ৬:৫৯:২২ প্রিন্ট সংস্করণ

আইনজীবী আলিফ হত্যার প্রতিবাদে দোহাজারীতে বিক্ষোভ মিছিল

বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র ও পুণ্ডরীক ধামের অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিন নামঞ্জুর এবং কারাগারে পাঠানোকে কেন্দ্র করে ইসকন সমর্থকদের হামলায় চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে নৃশংসভাবে হত্যা, মুসল্লীদের মারধর ও মসজিদে হামলার ঘটনার প্রতিবাদ এবং ইসকন নিষিদ্ধের দাবি জানিয়ে চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌরসভায় ‘দোহাজারীর সর্বস্তরের মুসলিম জনতা’র ব্যানারে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৭ নভেম্বর) বিকাল ৩টার সময় বিক্ষোভ মিছিলটি দোহাজারী পৌরসভা সদরের হাজারী শপিং সেন্টার থেকে শুরু হয়ে ফুলতলা ও বিওসির মোড় এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক প্রদক্ষিণ করে পুনরায় হাজারী শপিং সেন্টারের সামনে এসে শেষ হয়। পরে হাজারী শপিং সেন্টারের সামনে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

ইমন এনামের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন- আমির হোসেন, মাওলানা তৌহিদ মোস্তফা কাদেরি, নাজিম উদ্দিন মাওলানা আনাস, মোঃ আরিফ, হোসাইন মো. আকিব, মো. আজম, সাইমন হাসান জিকু, আব্দুল্লাহ আল কাফি, মারুফ প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, তরুণ আইনজীবী এ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফকে যারা নৃশংসভাবে হত্যা করেছে, এবং মুসল্লীদের মারধর ও পবিত্র স্থান মসজিদে যারা হামলা করেছে তাদেরকে চিহ্নিত করে দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনতে হবে। এবং ইসকন সংগঠনকে বাংলাদেশ থেকে নিষিদ্ধ করতে হবে বলে দাবি জানান বক্তারা।

আরও খবর

Sponsered content