প্রতিনিধি ৩ ডিসেম্বর ২০২৪ , ৩:৩৯:৪১ প্রিন্ট সংস্করণ
“অন্তর্ভূক্তিমুলক টেকসই ভবিষ্যৎ বিনির্মাণ, বিকশিত নেতৃত্বে এগিয়ে যাবে প্রতিবন্ধী জনগণ”-প্রতিপাদ্যে চট্টগ্রামের চন্দনাইশে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে ৩৩ তম আন্তর্জাতিক ও ২৬ তম জাতীয় প্রতিবন্ধী দিবস-২০২৪ উদযাপন করা হয়েছে।
এ উপলক্ষে মঙ্গলবার (৩ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টায় উপজেলা ভিডিও কনফারন্সে কক্ষে দিবসটির তাৎপর্য তুলে ধরে উপজেলা সমাজসেবা কর্মকর্তা রাসেল চৌধুরীর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা পরিষদের প্রশাসক মো. রাজিব হোসেন।
অতিথি হিসেবে বক্তব্য রাখেন- উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. আজাদ হোসেন, প্রাণিসম্পদ অধিদপ্তরের ভেটেরিনারি সার্জন ডা. সাদ্দাম হোছাইন, পল্লী উন্নয়ন কর্মকর্তা মীর ইমরান হোসেন।
এসময় উপস্থিত ছিলেন সাংবাদিক সৈয়দ শিবলী সাদিক কফিল, সহকারী সমাজসেবা কর্মকর্তা ফারহানা জাহান, সমাজসেবা কার্যালয়ের সুপারভাইজার মো. শফিউল আজিম, চন্দনাইশ প্রতিবন্ধী উন্নয়ন সংস্থা সভাপতি সেলিনা আকতার রওশন, সাধারণ সম্পাদক সোহেল উদ্দিন প্রমূখ।
পরে ২০ জন প্রতিবন্ধীকে এক হাজার টাকা করে অনুদান এবং ৩ জনকে সহায়ক উপকরণ হিসেবে হুইল চেয়ার বিতরণ করা হয়।