প্রতিনিধি ৪ ডিসেম্বর ২০২৪ , ৭:০৮:২৭ প্রিন্ট সংস্করণ
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, কোনো দেশ বা প্রভুর দয়া নয়, ক্ষমতার একমাত্র উৎস জনগন। রাষ্ট্র পরিচালনাকে ক্ষমতা হিসেবে নয়, দেখতে হবে দেশ সেবার সুযোগ হিসেবে। যারা দেশ সেবার সুযোগকে ক্ষমতা কিংবা চিরস্থায়ী বন্দোবস্ত মনে করেছে তারা যুগে যুগে বিতাড়িত হয়েছে, তাদের অহমিকার পতন ঘটেছে। সুতরাং চেয়ারকে দায়িত্ব মনে করে মানবিক ও সম্প্রীতির রাষ্ট্র বিনির্মানে সবাইকে একযোগে কাজ করতে হবে।
বুধবার (৪ ডিসেম্বর) চট্টগ্রাম বিভাগীয় বিএনপি উদ্যোগে ৩১ দফা রাষ্ট্রকাঠামো মেরামত শীর্ষক কর্মশালায় ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত মন্তব্য করেন।
তারেক রহমান বলেন, নিশিরাতের ভোট কিংবা ব্যালটবাক্স, কেন্দ্র দখল, বিরোধীদলবিহীন যেনোতেন উপায়ে ক্ষমতা কুক্ষিগত করা যায়, স্বৈরতন্ত্র ও ফ্যাসিজমের মাধ্যমে অর্থলোপাট করে ক্ষমতায় কিছুদিন টিকে থাকা যায় কিন্তু জনগণের মনে জায়গা পাওয়া যায় না। তাই দিনশেষে দেশ ছেড়ে পালিয়ে যেতেও বাধ্য হয় অপশক্তিকে।
নেতাকর্মীদের উদ্দেশ্যে তারেক রহমান বলেন, মানুষের আস্থা বিশ্বাস ধরে রাখার দায়িত্ব আপনাদের। আপনাদেরকেইে জনগণের কাছে যেতে হবে। ৩১দফা রাষ্ট্রকাঠামো মেরামতের দর্শন নিয়ে যেতে হবে, আগামী নির্বাচনে ভোট চাইতে যেতে হবে। সুতরাং এমনকিছু করা যাবে না, যাতে দলের ভাবমূর্তি ক্ষুন্ন হয়। ইতোমধ্যে চট্টগ্রামেও এমন কিছু ঘটেছে, যাদের বিরুদ্ধে দল কঠোর অবস্থান নিয়েছে এবং ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে।
তারেক রহমান আরও বলেন, দেশের বিরুদ্ধে অদৃশ্য অপশক্তির ষড়যন্ত্র বিদ্যমান রয়েছে। অপতৎপরতা ঠেকাতে প্রশিক্ষিত কর্মীবাহিনীর বিকল্প নেই। জনসম্পৃক্ততা বাড়াতে হবে। ৩১দফা তুলে ধরার পাশাপাশি জনগণের আরও চাহিদা মতামত থাকলে সেটাকে প্রাধান্য দিতে হবে।
তিনি বলেন, ধৈর্য্য ধারণের বিকল্প নেই। যত উসকানী আর ষড়যন্ত্রই হোক না কেন ধৈর্য্য ধরে মোকাবেলা করতে হবে। প্রতিটা নেতাকর্মীকে একেকজন জিয়ার আদর্শের ধারক বাহক হতে হবে। অন্তবর্তীকালীন সরকারের কাজ যাতে গতিশীল হয় সেদিকেও সজাগ দৃষ্টি রাখতে হবে।
বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীমের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত প্রশিক্ষণ কর্মশালায় চট্টগ্রাম বিভাগের প্রায় ৮ শতাধিক নেতাকর্মী অংশ নেন। সকাল ১০টায় শুরু হয়ে এ প্রশিক্ষণ কর্মশালা চলে বিকাল ৫টা পর্যন্ত। বিএনপি’র কেন্দ্রীয় প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক মোশারফ হোসেনের সঞ্চালনায় উক্ত কর্মশালায় জাতীয়, স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।