প্রতিনিধি ৭ ডিসেম্বর ২০২৪ , ৭:৩২:৩০ প্রিন্ট সংস্করণ
স্বৈরাচার ও ফ্যাসিবাদী সরকারের আমলে চট্টগ্রাম বন্দরসহ দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান বিদেশিদের হাতে তুলে দেওয়ার যে রুপরেখা তা বাস্তবায়ন করছে বর্তমান সরকার বলে অভিযোগ করেছেন চট্টগ্রাম বন্দর সংযুক্ত শ্রমিক কর্মচারী ফেডারেশন।
শনিবার (৭ ডিসেম্বর) চট্টগ্রাম প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন তারা।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বক্তারা বলেন, স্বৈরাচার ও ফ্যাসিবাদী সরকারের আমলে চট্টগ্রাম বন্দরসহ দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান বিদেশিদের হাতে তুলে দেওয়ার ষড়যন্ত্র করা হয়েছে। এখনো ফ্যাসিবাদের দোসররা চট্টগ্রাম বন্দর নিয়ে নানা কলাকৌশলে ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। চট্টগ্রাম বন্দর রক্ষায় আগামী ২২ ডিসেম্বর আমরা বন্দর চেয়ারম্যানকে একটা স্মারকলিপি দিবো। এরমধ্যে যদি আমাদের দাবি মেনে না নেয় তাহলে কঠোর কর্মসূচি দিবো আমরা।
এসময় তারা বর্তমান সরকারের নৌপরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব:) ড. এম সাখাওয়াত হোসেন’র কঠোর সমালোচনা করেন। তারা বলেন আমাদের ধারনা স্বৈরাচার শেখ হাসিনা ও তার দোসর কুখ্যাত সালমান এফ রহমান যে রুপরেখা প্রনয়ন করেছে তা কমিশন বাণিজ্যের মাধ্যমে বাস্তবায়নের পায়তারা করছে এই উপদেষ্টা। বন্দরের ভবিষ্যৎ কি হবে বা কিভাবে হবে তা নির্ধারণ করবে নির্বচিত সরকার। বর্তমান সরকারকে নির্বাচনমূখী পদক্ষেপ গ্রহণ করে শুধুমাত্র রুটিন কার্য পরিচালনার অনুরোধ জানান সংগঠনটি।
তারা আরও বলেন, ‘শ্রমিক কর্মচারীদের অক্লান্ত পরিশ্রমে চট্টগ্রাম বন্দর আজ সুখ্যাতি লাভ করেছে। প্রতিবছর চট্টগ্রাম বন্দরের মুনাফা বেড়ে চলেছে। চট্টগ্রাম বন্দর লাভজনক প্রতিষ্ঠান তাই দেশি বিদেশি মাফিয়ারা ধুকে ধুকে খাওয়ার জন্য ষড়যন্ত্র করে চলেছে। এই ষড়যন্ত্রের সঙ্গে দেশের সার্বভৌমত্ব ও বন্দরের নিরাপত্তা নিয়ে আমরা শঙ্কিত। বন্দরকে সকল ষড়যন্ত্র থেকে রক্ষার জন্য আপনাদের মাধ্যমে দেশবাসীকে অনুরোধ করছি।’
মো. হারুনের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন কাজী শেষ নুরুল্লাহ বাহার, তছলিম হোসেন সেলিম, ইব্রাহিম খোকন, আবুল কাশেম, মো. ইকবাল, মোঃ স্বপন, মোস্তাফিজুর রহমান মঞ্জু, ইমাম হোসেন খোকন প্রমুখ।