প্রতিনিধি ১৪ ডিসেম্বর ২০২৪ , ৮:৪০:৩০ প্রিন্ট সংস্করণ
রাঙ্গামাটি পার্বত্য জেলার লংগদু উপজেলা প্রশাসনের উদ্যোগে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৪ ডিসেম্বর) সকাল ১০ টায় উপজেলা পাবলিক লাইব্রেরী মিলনায়তনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
লংগদু উপজেলা নির্বাহী কর্মকর্তা (অতিঃ দাঃ) মোঃ কফিল উদ্দীন মাহমুদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী মোঃ শামসুল আলম, উপজেলা শিক্ষা অফিসার এম কে ইমাম উদ্দীন, লংগদু থানার অফিসার ইনচার্জ মোঃ ফেরদৌস ওয়াহিদ সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, স্কুলের শিক্ষক, সাংবাদিক ও মিডিয়াকর্মী ও মহান স্বাধীনতা যুদ্ধে অংশ গ্রহনকানী বীর মুক্তিযোদ্ধাগণ।
আলোচনায় বক্তারা বলেন, সেই দিন পাকিস্তানি হানাদার বাহিনী দেশকে মেধাশূণ্য করতে স্বাধীনতা লাভের দুই দিন আগে দেশের সূর্য সন্তানদের ধরে নিয়ে নির্মমভাবে হত্যা করে। পরবর্তীতে দেশ স্বাধীন হবার পর এই দেশ আবারোও ঘুরে দাঁড়াতে সক্ষম হয়।