প্রতিনিধি ১৭ ডিসেম্বর ২০২৪ , ২:০৩:১৭ প্রিন্ট সংস্করণ
বাগেরহাটের মোরেলগঞ্জের জলবায়ু পরিবর্তন জনিত কারণে ক্ষতিগ্রস্ত তিনশত পরিবারের সদস্যরা ক্ষতিপূরণ দাবিতে মানববন্ধন করেছেন।
সোমবার বেলা ১২ টার দিকে পানগুছি নদীর তীরে উত্তর সুতালড়ী গ্রামে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বে-সবকারি উন্নয়ন সংস্থা ডরপ এ্যাক্সেস প্রকল্পের সহযোগীতায় স্থানীয় মা সংসদ যুব গ্রুপ ও ওয়াশ বাজেট মনিটনিং ক্লাবসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ এ মানববন্ধনে অংশ গ্রহন করেন।
মানববন্ধনে অন্যান্নদের মধ্যে বক্তব্য রাখেন শিক্ষক মো: শহিদুল ইসলাম খান, অবুয়াল হোসেন হাওলাদার, কৃষানী লিপি আক্তার, কৃষক নুরুল ইসলাম, শিক্ষার্থী অব্দুল্লাহ হোসেন, জুনায়েত ইসলাম, রহিমা আক্তার চম্পা ও যুব গ্রুপ নেত্রী শেফালী আক্তার রাখি।
বক্তরা বলেন, দক্ষিনাঞ্চলের উপকুলীয় এ উপজেলার মানুষ জলবায়ূ পরিবর্তনে প্রতিবছর ঝড়,জলোচ্ছাস,বন্যার কবলে ব্যাপক ক্ষতির সম্মুখীন হচ্ছেন। লবনাক্ততার কারণে ফসল উৎপাদন কমে গেছে। নদী ভাঙ্গনে শত শত পরিবার বসত বাড়ী হারিয়েছে। স্থায়ী বেরিবাঁধ না থাকায় জোয়ারের পানিতে ডুবে যায় শত শত পরিবার ও ফসলী জমি।