প্রতিনিধি ১৭ ডিসেম্বর ২০২৪ , ৫:২২:৩৬ প্রিন্ট সংস্করণ
নাটোরের লালপুর উপজেলা প্রশাসনের আয়োজনে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে। সোমবার দিনের প্রথম প্রহরে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে কর্মসূচি শুরু হয়।
উপজেলা পরিষদের মাঠ চত্বরে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। পরে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে বীর মুক্তিযোদ্ধাদের ফুলের তোড়া দিয়ে সংবর্ধনা দেওয়া হয়।
এসব কর্মসূচিতে অংশগ্রহণ করেন বীর মুক্তিযোদ্ধারা সহ উপজেলা নিবার্হী অফিসার মো. মেহেদী হাসান, লালপুর থানার ওসি নুরুজ্জামান, উপজেলা কৃষি কর্মকর্তা প্রীতম কুমার হোড় প্রমুখ।