চট্টগ্রাম

লোহাগাড়ায় সাংবাদিক-ছাত্রকে পেটালেন আওয়ামী লীগ নেতা

  প্রতিনিধি ১৯ ডিসেম্বর ২০২৪ , ৮:১৬:১৭ প্রিন্ট সংস্করণ

লোহাগাড়ায় সাংবাদিক-ছাত্রকে পেটালেন আওয়ামী লীগ নেতা

চট্টগ্রামের লোহাগাড়া এক সাংবাদিক এবং একজন ছাত্রকে পিটিয়ে আহত করেছে এক আওয়ামী লীগ নেতা ও কলাউজান ইউপি সদস্য হাবিব। বৃহষ্পতিবার দুপুরে উপজেলার কলাউজান ইউনিয়ন পরিষদ এলাকায় এ ঘটনা ঘটে। আহতরা হলেন চট্টগ্রাম থেকে প্রকাশিত দৈনিক পূর্বকোণের সহ-সম্পাদক ওমর ফারুক মাসুম (২৮) ও আরবি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মোঃ শহিদ (২৫)। এর মধ্যে শহিদের অবস্থা গুরুতর বলে জানা গেছে।

হামলায় অভিযুক্ত আওয়ামী লীগ নেতা ও ইউপি সদস্য হাবিবের কাছে হামলার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, “ আমি থানায় অবস্থান করছি এবং পরবর্তীতে বিস্তারিত জানাব।

হামলায় আহত সাংবাদিক ওমর ফারুক মাসুম বলেন, কলাউজান ইউনিয়ন পরিষদেও ইউপি সদস্য ও প্যানেল চেয়ারম্যান হাবিব বিচারপ্রার্থী সাত্তার নামের এক লোককে মারধর করে। সেখানে সম্ভবত বিচারপ্রার্থী দুই-পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। ঘটনার বিষয়ে আমি অবগত ছিলাম না। আমরা দুইটা মোটরসাইকেল করে ৪ জন লোহাগাড়া উপজেলা পরিষদের দিকে যাচ্ছিলাম। পথে ইউনিয়ন পরিষদের পাশে মসজিদে যোহরের নামাজ আদায় করি। নামাজ শেষে বের হওয়ার সময় ইউপি সদস্য আওয়ামী লীগ নেতা হাবিবের নেতৃত্বে বেশ কয়েকজন সন্ত্রাসী আমাদের উপর হামলা করে। আমি কোনো অপরাধ করিনি, যার কারণে আমি ঠাই দাঁড়িয়ে ছিলাম। যাদের সঙ্গে কথা কাটাকাটি হয়েছে, তারা পালিয়ে গেছে। আমি আর শহিদ দাড়িঁয়ে ছিলাম, তারা আমাদের উপর দেশীয় অস্ত্র দিয়ে হামলা করে।

লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মুহাম্মদ ইকবাল হোসাইন বলেন, যিনি চিকিৎসা দিয়েছেন, তিনি বিস্তারিত জানাতে পারবেন। আমি যতটুকু খবর নিয়ে জেনেছি, আহত মাসুমের নাকে আঘাত আছে। আরেকজন আঘাতপ্রাপ্ত কয়েকবার বমি করেছেন। বুকে একটু আঘাত আছে। বমি করেছে যার কারণে সিটি স্ক্যান করতে বলা হয়েছে। সিটি স্ক্যানের রিপোর্ট পেলে ফাইনাল বলা যাবে।

লোহাগাড়া থানার ওসি আরিফুর রহমান বলেন, আমি নিজে ঘটনাস্থলে গিয়েছিলাম। সেখানে স্থানীয় বিচার নিয়ে দুই-পক্ষের কথা কাটাকাটির জেরে হামলা করা হয়েছে। সেখানে সাংবাদিক মাসুমসহ কয়েকজন আহত হয়েছে। থানায় এখনো কেউ লিখিত অভিযোগ দেয়নি।

আরও খবর

Sponsered content