প্রতিনিধি ২১ ডিসেম্বর ২০২৪ , ৩:৪৮:৫৫ প্রিন্ট সংস্করণ
বাঁশখালী মা-শিশু ও জেনারেল হাসপাতাল লিমিটেড এর ৮ম বার্ষিক সাধারণ সভা (এ.জি.এম) গতকাল শুক্রবার গুনাগরিস্থ মাইশা স্কয়ার কনভেনশন হলরুমে ২০২৫ সেশনের জন্য নির্বাহী পরিচালকের ভোটগ্রহণ শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন হাসপাতালের চেয়ারম্যান অ্যাডভোকেট আবু নাছের।
হাসপাতালের সিইও খোরশেদ আলম চৌধুরীর সঞ্চালনায় এ সময় বক্তব্য রাখেন নির্বাহী পরিচালক আব্দুল্লাহ্ আল হাসান সাকিব। ২০২৪ সালের হাসপাতালের বার্ষিক আর্থিক প্রতিবেদন উপস্থাপন করেন নির্বাহী পরিচালক এ.কে. এম মাইন উদ্দিন। সভায় হাসপাতালের বার্ষিক প্রতিবেদন উপস্থাপন শেষে আর্থিক প্রতিবেদন, নিরীক্ষিত হিসাব ও প্রস্তাবিত বাজেট সর্বসম্মতিক্রমে অনুমোদন করা হয়।
এর আগে ২০২৫ সেশনের জন্য সকালে ভোটগ্রহণ শেষে নির্বাহী পরিচালকদের নাম ঘোষণা করা হয়। সদস্যদের প্রত্যক্ষ ভোটে নির্বাচিতরা হলেন- জোনায়েদ চৌধুরী পিপুলু, শফিক আহমেদ, জহির উদ্দিন, মোহাম্মদ হাসান, ডা. সৈয়দ আজিম উদ্দিন, কাজী মহসিন উদ্দিন, মোক্তার আহমদ, অ্যাডভোকেট, আনোয়ার সাদাত, একে এম মাঈন উদ্দিন, মাষ্টার মোহাম্মদ ইউনুছ।
হাসপাতালের চেয়ারম্যান আবু নাছের বলেন, ‘এ হাসপাতালের উন্নয়নের জন্য আমাদের সকলকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। আমাদের দোয়া ও সমর্থন আপনাদের প্রতি রয়েছে এবং থাকবে ইনশাআল্লাহ। তিনি রোগীদের প্রতি আন্তরিক সদয় ব্যবহার ও সহানুভূতিশীল আচরণ করার জন্য ডাক্তার, নার্স ও সংশ্লিষ্ট সকলকে বিশেষভাবে অনুরোধ করেন।’