প্রতিনিধি ২২ ডিসেম্বর ২০২৪ , ৬:১৭:০৭ প্রিন্ট সংস্করণ
চট্টগ্রাম নগরীর চান্দগাঁওয়ে ধর্ষণ মামলায় মো. মঞ্জু (৩০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে নগরীর চান্দগাঁও থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়া মো. মঞ্জু চট্টগ্রাম নগরীর চকবাজার ইউনুছ কলোনী হারিশাহ মাজার গেট এলাকার নুরুজ্জামানের ছেলে।
এ ব্যাপারে চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফতাব উদ্দিন বলেন, ধর্ষণ মামলার এক আসামিকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।