রংপুর

উলিপুরে নতুন বই বিতরণ কার্যক্রম উদ্বোধন 

  প্রতিনিধি ৩১ ডিসেম্বর ২০২৪ , ৪:২৫:১৫ প্রিন্ট সংস্করণ

উলিপুরে নতুন বই বিতরণ কার্যক্রম উদ্বোধন 

কুড়িগ্রামের উলিপুরে ২০২৫ সালের মধ্যমিকের নতুন বই বিতরণ উদ্বোধন করেন। মঙ্গলবার (৩১ ডিসেম্বর) সকালে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার  উলিপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় চত্তরে ২০২৫ সালের আংশিক নতুন বই বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন। 

নতুন বই বিতরণ উদ্বোধন কালে উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল হাই, উলিপুর মহিলা কলেজিয়াট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্যামল চন্দ্র, উমানন্দ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামছুল আলম, হযরত ফাতিমা রাঃ পৌর বালিকা বিদ্যালয় ও কলেজের সহকারী শিক্ষক আবুল কালাম আজাদ, কাঠালবাড়ি উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক রফিকুল ইসলাম ও নতুন অনন্তপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আমিনুল ইসলাম সহ বিভিন্ন মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও কর্মচারীবৃন্দ।  

মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল হাই জানান, উপজেলায় মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে ৭০টি। শিক্ষার্থীর সংখ্যা রয়েছে প্রায় ২০ হাজার। এবারে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য নতুন বইয়ের চাহিদা দেয়া হয়েছে প্রায় ৩ লক্ষ ৪৩ হাজার ৭শত ৬০ টি। এ পর্যন্ত ৬ষ্ট ও ৭ম শ্রেণির বই এসেছে ৩৭ হাজার ৫ শত টি। যেহেতু নতুন সালের জানুয়ারীর ১ তারিখে শিক্ষার্থীদের হাতে বই তুলে দিতে হবে। সে কারণেই আজ মঙ্গলবার (৩১ জানুয়ারী) থেকে আংশিক নতুন বই বিতরণ করা হচ্ছে। 

আরও খবর

Sponsered content