দেশজুড়ে

লংগদু উপজেলা একাডেমিক সুপারভাইজারের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

  প্রতিনিধি ৩১ ডিসেম্বর ২০২৪ , ৬:৪৩:১৬ প্রিন্ট সংস্করণ

লংগদু উপজেলা একাডেমিক সুপারভাইজারের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

রাঙ্গামাটির লংগদুতে উপজেলা শিক্ষক কর্মচারী কল্যাণ সমিতির আয়োজনে লংগদু উপজেলা একাডেমিক সুপারভাইজার মো. শওকত আকবরের বদলিজনিত বিদায় উপলক্ষে এক বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। 

৩১ ডিসেম্বর (মঙ্গলবার) বেলা আড়াইটায় লংগদু উপজেলা শিক্ষক কর্মচারী কল্যাণ সমিতির আয়োজনে লংগদু বালিকা উচ্চ বিদ্যালয়ের মিলনায়তনে উপজেলা একাডেমিক সুপারভাইজার মো. শওকত আকবরের বদলিজনিত বিদায় উপলক্ষে এক বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।  

লংগদু উপজেলা শিক্ষক কর্মচারী কল্যাণ সমিতির আহবায়ক নুরুল করিমের সভাপতিত্বে অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. শওকত আকবর, উপজেলা একাডেমিক সুপারভাইজার, লংগদু, রাঙ্গামাটি পার্বত্য জেলা।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাইনীমুখ ইসলামীয়া ফাজিল (ডিগ্রী) মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মো. ফেরদৌস আলম, বায়তুশশরফ মাদ্রাসা কপ্লেক্সের সুপার মাওলানা ফোরকান আহমেদ, মাইনীমুখ মডেল হাই স্কুলের প্রধান শিক্ষক মীর রফিকুন্নেছা চৌধুরী, লংগদু বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রবিরঞ্জন চাকমা, করল্যাছড়ি রশিদ সরকার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভাঃপ্রাঃ) মো. শহিদুল ইসলাম, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মাওলানা মো. নাছির উদ্দীন ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মীর সিরাজুল ইসলাম চৌধুরী ঝান্টু।  

এছাড়াও আরো বক্তব্য রাখেন মাইনীমুখ মডেল হাই স্কুলের সহকারি প্রধান শিক্ষক তাজ মাহমুদ,  লংগদু বালিকা বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক মো. ইব্রাহীম খলিল,  কালাপাকুজ্যা সেনামৈত্রী নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রেজাউল করিম, মো. জমির হোসেন প্রমুখ।

আলোচনা সভা শেষে সংবর্ধিত অতিথিকে সম্মাননা ক্রেস্ট ও উপহার সামগ্রী তুলে দেন শিক্ষক কর্মচারী কল্যাণ সমিতির নেতৃবৃন্দ। 

আরও খবর

Sponsered content