চট্টগ্রাম

চন্দনাইশে ইটভাটায় অভিযান, ৩ লাখ টাকা জরিমানা

  প্রতিনিধি ৩১ ডিসেম্বর ২০২৪ , ৬:৫০:৫৯ প্রিন্ট সংস্করণ

চন্দনাইশে ইটভাটায় অভিযান, ৩ লাখ টাকা জরিমানা

চট্টগ্রামের চন্দনাইশে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন আইন লঙ্ঘনের দায়ে তিন ইট ভাটাকে তিন লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (৩১ ডিসেম্বর) বিকাল ৩টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত উপজেলার কাঞ্চনাবাদ ইউনিয়নের পূর্ব এলাহাবাদ এলাকার এইচবিএল, পিবিএম ও ফোরবিএম ব্রিকসে এ অভিযান পরিচালিত হয়। চন্দনাইশ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ডিপ্লোমেসি চাকমার নেতৃত্বে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ডিপ্লোমেসি চাকমা বলেন, আজ আমরা কাঞ্চনাবাদ এলাকায় তিনটি ইটভাটায় অভিযান পরিচালনা করেছি। এ সময় ইটভাটা কর্তৃপক্ষ কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেনি। পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্রও ছিলো না। এ জন্য তাদের ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইন ২০১৩ এর সংশ্লিষ্ট ধারা মোতাবেক তিন লাখ টাকা জরিমানা করা হয়েছে। পরিবেশের সুরক্ষায় এধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

অভিযান পরিচালনাকালে পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম জেলা কার্যালয়ের পরিদর্শক মুহাম্মদ মঈনুদ্দীন ফয়সল ও তার টীম, উপজেলা ভূমি অফিসের নাজির আরিফুল হক সহ ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। চন্দনাইশ থানার একদল পুলিশ অভিযানে সহায়তা করে।

আরও খবর

Sponsered content