ঢাকা

বিদায়ী সংবর্ধনায় ভুষিত হলেন প্রফেসর ড.সামসুল বারী 

  প্রতিনিধি ২ জানুয়ারি ২০২৫ , ৩:৫৫:৪৮ প্রিন্ট সংস্করণ

বিদায়ী সংবর্ধনায় ভুষিত হলেন প্রফেসর ড.সামসুল বারী

ঢাকার ধামরাই সরকারি কলেজের ব্যবস্থাপনা বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড.মো.সামসুল বারীকে বিদায়ী সংবর্ধনায় ভূষিত করা হয়েছে। 

বুধবার দিনব্যাপী ধামরাই সরকারি কলেজের ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে এ প্রফেসরকে বিদায়ী সংবর্ধনা দিয়েছেন শিক্ষকমন্ডলী ও শিক্ষার্থীরা। 

এদিকে শিক্ষা প্রতিষ্ঠানটির শিক্ষক পরিষদের পক্ষ থেকে ফুলের সংবর্ধনা দিয়ে সম্মাননা হিসেবে তাকে ক্রেষ্ট প্রদান করা হয়। এরপরে তাকে ফুলের পুষ্পমাল্য দিয়ে বরণ করে নেন বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীরা। পরে তার হাতে সম্মানসূচক ক্রেস্ট তুলে দেন মাস্টার্স বর্ষের শিক্ষার্থী শামীম রেজা, অর্নাস ফাইনাল বর্ষের শিক্ষার্থী রাকিব ও দ্বিতীয় বর্ষের ক্যাপ্টেন তৌফিক সোহেলসহ সকল বর্ষের শিক্ষার্থীরা।

এসময় বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের প্রধান অতিথি ধামরাই সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মো. সেলিম মিয়ার উপস্থিতিতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ প্রফেসর মো. জিয়াউল হক।

অনুষ্ঠানের সভা প্রধান হিসেবে উপস্থিত ছিলেন ধামরাই সরকারি কলেজের ব্যবস্থাপনা বিভাগের সহযোগী অধ্যাপক মো.আব্দুল জব্বার।

বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ধামরাই সরকারি কলেজের ব্যবস্থাপনা বিভাগের সহকারী অধ্যাপক মো. টিটোন হোসাইন ও প্রভাষক মো. ওবায়দুল্লাহ,শিক্ষক পরিষদের সাবেক সম্পাদক ইসলাম ইতিহাস বিভাগের সহযোগী অধ্যাপক মো. রফিকুল ইসলাম।

ধামরাই সরকারি কলেজের ব্যবস্থাপনা বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড.মো.সামসুল বারীর ৩১ বছর ১মাস ৮দিনের  শিক্ষকতা জীবনের শেষ কর্মদিবসে সংবর্ধনা অনুষ্ঠানে তার সহকর্মীদের পাশাপাশি উপস্থিত হন বিদ্যালয়ের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীরা। প্রিয় শিক্ষককে অশ্রুসজল নয়নে বিদায় দেন তারা। সৃষ্টি হয় এক আবেগঘন পরিবেশের।

আরও খবর

Sponsered content