চট্টগ্রাম

ওসি নিজামকে গণধোলাই দিয়ে পুলিশে দিয়েছে জনতা

  প্রতিনিধি ৬ জানুয়ারি ২০২৫ , ৭:৪১:০৬ প্রিন্ট সংস্করণ

ওসি নিজামকে গণধোলাই দিয়ে পুলিশে দিয়েছে জনতা

চট্টগ্রাম নগরীর পাঁচলাইশ এলাকায় কোতোয়ালী থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নেজাম উদ্দিনকে গণধোলাই দিয়ে পুলিশে দিয়েছে স্থানীয় জণগন। সোমবার (৬ জানুয়ারি) দুপুর আড়াইটার দিকে এ ঘটনা ঘটে।

জানা যায়, পাঁচলাইশ পাসপোর্ট অফিসের সামনে ওসি নিজামকে দেখতে পেয়ে হঠাৎ তার ওপর চড়াও হয় স্বেচ্ছাসেবক দলের এক নেতা। এসময় তিনি মোবাইলে ঘটনাটি লাইভ করে সবাইকে ওই জায়গায় যেতে বলেন। পরবর্তীতে তার আরও অনেক সহকর্মী ওখানে জড়ো হলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।

এসময় ওসি নিজামকে হাউমাউ করে কাঁদতে দেখা যায়। তার বাচ্চা অসুস্থ, তাকে ছেড়ে দেয়ার অনেক কাকুতি মিনতি করেও তিনি জনরোষের হাত থেকে রেহাই পাননি। এ সময় নেতাকর্মীরা তাকে কলার ধরে টেনেহিঁচড়ে পরনের শার্ট ছিঁড়ে ফেলে। এক পর্যায়ে নেতাকর্মীরা তার সামনে ওসি থাকাকালীন নির্যাতনের নানা অভিযোগ তুলে ক্ষোভ প্রকাশ করেন। পরবর্তীতে পুলিশ এসে তাকে জনরোষের হাত থেকে উদ্ধার করে থানায় নিয়ে যান এবং জনগণ থানার মূল ফটকেই বিক্ষোভ করতে থাকেন।

বিষয়টি নিশ্চিত করে পাঁচলাইশ থানার পুলিশ পরিদর্শক (তদন্দ) সাজ্জাদ হোসেন বলেন, কিছুক্ষণ আগে ঘটনাটি ঘটল। আমরা ওনাকে হেফাজতে নিয়েছি। পরে বিস্তারিত বলতে পারব।

জানাগেছে, নেজাম উদ্দিন সবশেষ পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেছেন। পাসপোর্ট অফিসের সামনে ব্যক্তিগত কাজে এসে হেনস্তার শিকার হওয়া ওসি নেজাম বর্তমানে কোন থানায় কর্মরত সেটাও নিশ্চিত হওয়া যায়নি।

আরও খবর

Sponsered content