ময়মনসিংহ

বকশীগঞ্জে নববধূর রহস্যজনক মৃত্যু, শাশুড়ি আটক

  প্রতিনিধি ১৬ জানুয়ারি ২০২৫ , ৬:৫২:৩৪ প্রিন্ট সংস্করণ

বকশীগঞ্জে নববধূর রহস্যজনক মৃত্যু, শাশুড়ি আটক

মেহেদির রঙ মোছার আগেই জামালপুরের বকশীগঞ্জে স্বামীর ঘরে লাশ হলেন আয়শা খাতুন (১৮) নামের এক নববধূ। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য শাশুড়িকে আটক করেছে থানা পুলিশ।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) দুপুর ১১টার দিকে স্বামীর ঘরে আয়শা খাতুনকে পরে থাকতে দেখে বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন তার শাশুড়ি জাহানারা বেগম। এ সময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তবে আয়শা খাতুনের কানে বেয়ে রক্ত ঝরছে ও গলায় আঘাতের চিহ্ন রয়েছে।

জানা যায়, বকশীগঞ্জ উপজেলার বগারচর ইউনিয়নের নামাপাড়া গ্রামের নয়ফরিদ মিয়ার ছেলে জাহীনুর ইসলামের সঙ্গে ১৮ দিন আগে দেওয়ানগঞ্জ উপজেলার ডাংধরা ইউনিয়নের বাঘারচর গ্রামের সামেদ আলীর মেয়ে আয়শা খাতুনের বিয়ে হয়।

বকশীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার শাকের আহমেদ জানান,প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য শাশুড়িকে আটক করা হয়েছে। ময়নাতদন্তের জন্যে লাশ জামালপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে। তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরও খবর

Sponsered content