প্রতিনিধি ১৯ জানুয়ারি ২০২৫ , ৪:৪২:১৭ প্রিন্ট সংস্করণ
ক্যারিয়ার গঠনে ভাল ফলাফলের বিকল্প নেই। প্রতিযোগিতায় টিকে থাকতে হলে অবশ্যই সিজিপিএ স্কোর সন্তোষজনক হতেই হবে। তবে সিজিপিএ এর চেয়ে মানবিক মূল্যবোধ আরও বেশী জরুরী। কারন, তোমার কাছে কি ডিগ্রি বা সিজিপিএ আছে তার চেয়েও দেশের জন্য তুমি কি করতে পারবে সেটা বড় কথা।
রোববার (১৯ জানুয়ারি) প্রফেসর আসিফুল হক খান মেমোরিয়াল ট্রাস্ট বৃত্তি প্রদান অনুষ্ঠানে বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ, সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।
মুহাম্মদ ফাওজুল কবির খান বলেন, বর্তমান প্রজন্মেকে প্রকৃত শিক্ষায় শিক্ষিত করতে যে শিক্ষা প্রয়োজন তা শুধু শ্রেণী কক্ষের মধ্যে সীমাবদ্ধ নয়। এসময় তিনি শিক্ষার্থীদের জুলাই আন্দোলনে যারা শহীদ ও পঙ্গুত্ব বরণ করেছে তাদের কাছে যাওয়ার জন্য অনুরোধ করে বলেন, তাদের কাছে জানতে চেষ্টা করো কেনো হাজার হাজার শিক্ষার্থী জীবন দিয়েছে, পঙ্গুত্ব বরণ করেছে। দেশপ্রেম কি তাদের কাছে প্রকৃতভাবে শিখতে পারবে।
চট্টগ্রাম কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ মোজাহেদুল ইসলাম চৌধুরী’র সভাপতিত্বে সোনালী ব্যাংক পিএলসি এর চেয়ারম্যান, সাবেক কম্পট্রোলার অডিটর জেনারেল ও সাবেক অর্থ সচিব মোহাম্মদ মুসলিম চৌধুরী, চট্টগ্রাম বিভাগীয় কমিশনার কমিশনার ড. মোঃ জিয়াউদ্দীন বিশেষ অতিথির বক্তৃতা করেন।
অনুষ্ঠানে উচ্চ মাধ্যমিক ও স্নাতক পর্যায়ের ৩৪ শিক্ষার্থীকে প্রফেসর আসিফুল হক খান মেমোরিয়াল ট্রাস্ট বৃত্তি প্রদান করা হয়।