রংপুর

ফুলবাড়ীতে ভোরের দর্পণ পত্রিকার ২৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

  প্রতিনিধি ২১ জানুয়ারি ২০২৫ , ৩:৩৯:১৭ প্রিন্ট সংস্করণ

ফুলবাড়ীতে  ভোরের দর্পণ পত্রিকার ২৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

দিনাজপুরের ফুলবাড়ীতে কেক কাটা, দোয়া ও আলোচনার মধ্যদিয়ে জাতীয় দৈনিক ভোরের দর্পণ পত্রিকার ২৫তম প্রতিষ্ঠাবাষির্কী পালন করা হয়েছে।

(২০ জানুয়ারি) সোমবার সন্ধ্যা ৭টায় ফুলবাড়ী রিপোর্টার্স ইউনিটির কার্যালয়ে ভোরের দর্পন পত্রিকার ফুলবাড়ী প্রতিনিধি ও ফুলবাড়ী রিপোর্টার্স ইউনিটির সভাপতি মো. হারুন-উর-রশীদ এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক ডিন ও ইংরেজি বিভাগের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মো. নওশের ওয়ান।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ফুলবাড়ী থানার অফিসার ইনর্চাজ একেএম খন্দকার মহিব্বুল। এসময় ফুলবাড়ী সম্মিলিত নাগরিক সমাজের আহবায়ক মো. হামিদুল হক,পৌর বিএনপির সহ-সভাপতি মন্তাজ আলী, সাবেক পৌর কাউন্সিলর মো. আতাউর রহমান হিটলার,বর্ণমালা কলেজের অবসরপ্রাপ্ত প্রভাষক সাংবাদিক কৈলাশ প্রসাদ,ছাত্র বৈষম্য আন্দোলন ফুলবাড়ী শাখার নেতা ইমরান চৌধুরী নিশাদ, জাকির হোসেন, ফুলবাড়ী রিপোর্টার্স ইউনিটির সহ-সভাপতি ডা. সোলায়মান মন্ডল, সাধারণ সম্পাদক ও দৈনিক দেশরুপান্তর পত্রিকার প্রতিনিধি আজগার আলী, সাংগঠনিক সম্পাদক ও প্রথম সুর্যদয় পত্রিকার প্রতিনিধি মো. জাহাঙ্গীর হোসেন,কোষাধক্য ও দৈনিক আমাদের নতুন সময় পত্রিকার প্রতিনিধি বাদল চন্দ্র প্রামানিক, প্রচার সম্পাদক ও দৈনিক লাখ কন্ঠ পত্রিকার প্রতিনিধি মোরসালিন ইসলাম, কার্যকারী সদস্য ও দৈনিক বাংলার সংবাদ পত্রিকার প্রতিনিধি মো. আশরাফুল ইসলাম ,কার্যকারী সদস্য বাংলার মুক্ত কন্ঠ পত্রিকার প্রতিনিধি মো. ফয়জার রহমানসহ ফুলবাড়ী রিপোর্টার্স ইউনিটির সকল সদস্যগণ উপস্থিত ছিলেন।

আরও খবর

Sponsered content