চট্টগ্রাম

বাঁশখালীতে নাশকতা মামলার আসামী যুবলীগ নেতা শুক্কুর গ্রেফতার

  প্রতিনিধি ২২ জানুয়ারি ২০২৫ , ৪:৪৭:২৪ প্রিন্ট সংস্করণ

বাঁশখালীতে নাশকতা মামলার আসামী যুবলীগ নেতা শুক্কুর গ্রেফতার

বিশেষ অভিযান পরিচালনা করে চট্টগ্রামের বাঁশখালীতে নাশকতা মামলার আসামী উপজেলা যুবলীগনেতা আব্দু শুক্কুর (৩৬) কে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (২১ জানুয়ারি) রাত সাড়ে ৮টার সময় বাঁশখালী পৌরসভাস্থ ৯ নম্বর ওয়ার্ডের দক্ষিণ জলদী রংগিয়াঘোনা এলাকার তার নিজ বাড়ি থেকে এসআই মো. মুরাদ হোসেন ও এসআই গোলাম সরোয়ারসহ সঙ্গীয় ফোর্স বিশেষ অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করেন। 

গ্রেফতার আব্দু শুক্কুর ওই এলাকার মৃত জাকের আহমদের পুত্র।

থানা পুলিশ সূত্রে জানা যায়, ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা, নাশকতা মামলা, মারামারি সহ তার বিরোদ্ধে বাঁশখালী থানায় দু’টি মামলা রয়েছে। এলাকায় দীর্ঘদিন ধরে প্রভাব বিস্তার করে নানা অপকর্মের সাথে জড়িত থাকার খবর পাওয়া গেছে।’

বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম জানান, ‘মারামারি, নাশকতাসহ বাঁশখালী থানায় তার বিরোদ্ধে বেশকয়েকটি অভিযোগ রয়েছে। গতরাতে অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে পুলিশের একটি টিম। বুধবার দুপুরে তাকে বিজ্ঞ আদালতে সোপার্দ করা হয়েছে।

আরও খবর

Sponsered content