বাংলাদেশ

‘দেশের ভেতরে এখনও ষড়যন্ত্র আছে’

  প্রতিনিধি ২৫ জানুয়ারি ২০২৫ , ৪:৩৬:০০ প্রিন্ট সংস্করণ

‘দেশের ভেতরে এখনও ষড়যন্ত্র আছে’
ছবি : সংগৃহীত

সাবেক সচিব শেখ এনায়েত উল্লাহ বলেছেন, একটা নির্বাচন করতে হলে যে রিকোয়ারমেন্ট আছে, সেগুলো ফুলফিল করতে হবে। দেশের ভেতরে-বাইরে এখনও ষড়যন্ত্র আছে। আমাদের কাজ হচ্ছে এই ষড়যন্ত্রগুলোকে চিহ্নিত করা।

শনিবার (২৫ জানুয়ারি) ঢাকা রিপোর্টার্স ইউনিটির নসরুল হামিদ মিলনায়তনে দ্য মেইন রোডার্স আয়োজিত ২৪ এর গণঅভ্যুত্থান-প্রত্যাশা ও বাস্তবতা শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শেখ এনায়েত উল্লাহ বলেন, আমাদের প্রত্যাশার সঙ্গে বাস্তব অবস্থার কিছুটা অমিল দেখা যাচ্ছে। এতে অনেকের মধ্যে হতাশা জেঁকে বসেছে। কিন্তু আমি এতটা হতাশাগ্রস্ত নই। এই কারণে যে, আজকে যে আমরা কথা বলতে পারছি। এটা আমরা ৫ আগস্টের আগে কল্পনাও করতে পারতাম না। এটা আমাদের বড় একটা প্রাপ্তি। এমন ফ্যাসিস্ট জানোয়ার শক্তি যেটি আমাদের চরম পর্যায়ে নিয়ে গিয়েছিল।

তিনি বলেন, তারা গত ১৫ বছর চেষ্টা করেছে আমাদের শিক্ষা সংস্কৃতি ও সব ধরনের কালচারকে ধ্বংস করে দেওয়ার। পয়লা বৈশাখে যা হয় সেটা কি আমাদের সংস্কৃতির অংশ? কিন্তু এগুলো আমাদের ভেতর ঢুকিয়ে দেওয়া হচ্ছিল। আমরা জুলাই বিপ্লব করেছি। এ বিপ্লবের কি কোনো নীল নকশা ছিল না? এই বিপ্লব কি কোনো প্ল্যান করে করা হয়েছিল? এ বিপ্লবে কি কোনো দল ছিল? আমাদের এই বিপ্লব ছিল আমাদের জাতির প্রতি আল্লাহর একটা রহমত। ৫ আগস্টে যা ঘটেছে সেটা আমরা কেউ প্রত্যাশা করিনি। আমরা কল্পনাও করি নাই এমন একটা ঘটনা ঘটবে।

দ্য মেইন রোডার্সের প্রধান ড. খন্দকার রাশেদুল হকের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন- গণঅধিকার পরিষদের সিনিয়র সহ-সভাপতি ফারুক হাসান।

তিনি বলেন, আগামী বাংলাদেশ তারুণ্যের বাংলাদেশ। এই বাংলাদেশে কেউ মাথাচাড়া দিয়ে উঠে দাঁড়ানোর চেষ্টা করলে আমরা রুখে দাঁড়াবো। ভয়ের আর কোনো কারণ নেই। আমরা আছি, আমাদের দমানোর মতো শক্তি কারও নেই। সবাই মিলে যেন আমরা বাংলাদেশকে বিনির্মাণ করতে পারি সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছি। সম্মিলিতভাবেই এই বাংলাদেশ আমাদের বিনির্মাণ করতে হবে। আমরা আর পেছনে ফিরে যেতে চাই না।

সভাপতির বক্তব্যে খন্দকার রাশেদুল বলেন, একদিকে ড. ইউনূস যেমন আল্লাহর তরফ থেকে আশীর্বাদ, তেমনি আমাদের দিকে থেকে দায়বদ্ধতার। দায়বদ্ধতা এই জন্য, তার মধ্যে যে সংকীর্ণতা আছে সেটা কাটিয়ে উঠতে পারেননি। আমরা এমন একটা বিপ্লবী সরকার চেয়েছি, যারা যোগ্যতা, সততা, দেশপ্রেম সব দিক থেকে উত্তীর্ণ থাকবে। কিন্তু তিনি যাদের বাছাই করেছেন, তারা অধিকাংশই একটা নির্দিষ্ট জায়গার লোক। কেউ এনজিওর লোক, কেউ সমকামিতাকে প্রোমোট করছেন। যা ইসলামে হারাম, সেটা প্রতিষ্ঠা করছেন। সুতরাং আমরা চাইবো, আপনি (ইউনূস) অবিলম্বে আপনার উপদেষ্টা পরিষদকে যথাযথ মানুষ দিয়ে পুনর্গঠন করুন।

আলোচনায় দ্য মেইন রোডার্সের অন্যান্য সদস্যরা বক্তব্য রাখেন।

আরও খবর

Sponsered content