দেশজুড়ে

বাগেরহাটে বিশ্বশুক হরিগুরুচাঁদ সেবাশ্রমের ৫৮তম সনাতন ধর্মের মহাসম্মেলন অনুষ্ঠিত

  প্রতিনিধি ২৮ জানুয়ারি ২০২৫ , ৫:২৪:৩৬ প্রিন্ট সংস্করণ

বাগেরহাটে বিশ্বশুক হরিগুরুচাঁদ সেবাশ্রমের ৫৮তম সনাতন ধর্মের মহাসম্মেলন অনুষ্ঠিত

বাগেরহাটের চিতলমারী পিঁপড়ারডাঙ্গা গ্রামে বিশ্বশুক হরিগুরুচাঁদ সেবাশ্রমের ৫৮ তম সনাতন ধর্মের মহাসম্মেলন অনুষ্ঠিত। হাজার হাজার ভক্তবৃন্দর পদাচরানে মুখরিত হয়েছে।

বিশ্বশুক হরি-গুরুচাঁদসেবাশ্রমের উদ্যোগে শনিবার মধ্যরাতে অধিবাসের মাধ্যমে শুরু হয়, মঙ্গলবার হরিগুরুচাঁদ মন্দির প্রাঙ্গণে এ মহোৎসব ও সনাতন সম্মেলন অনুষ্ঠিত হয়।

এ অনুষ্ঠানে দেশের বিভিন্ন এলাকা থেকে হাজার হাজার সনাতন ভক্ত-দর্শনার্থী অংশগ্রহণ করেন।

আরও খবর

Sponsered content