প্রতিনিধি ১ ফেব্রুয়ারি ২০২৫ , ৪:০৬:২১ প্রিন্ট সংস্করণ
চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌরসভায় ইয়ং স্টার ক্লাব কর্তৃক পরিচালিত ‘দোহাজারী মাসুমিয়া ইসলামীয়া সুন্নীয়া নুরানী ইবতেদায়ী মাদরাসা’র ১০ম বার্ষিক সভা ও ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়েছে।
শনিবার (১ ফেব্রুয়ারি) সকালে মাদ্রাসার মাঠে পুরষ্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রতিষ্ঠানটির উপদেষ্টা এসএম জামাল উদ্দিন মেম্বারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দোহাজারী পৌরসভা এলডিপির আহবায়ক মুহাম্মদ লিয়াকত আলী।
বিশেষ অতিথি ছিলেন- কক্সবাজার জেলা শ্রমিক দলের যুগ্ম সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, ইয়ং স্টার ক্লাব সভাপতি ও মাদ্রাসাটির সহ-সভাপতি আকতার হোসেন হিরু, মো. ফেরদৌস, সাধারণ সম্পাদক বাদশা মিয়া, দোহাজারী পৌরসভা গনতান্ত্রিক যুবদল সভাপতি কায়সার হামিদ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন মাদ্রাসাটির সুপার মাওলানা মঈনুদ্দীন হাসান। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মাদ্রাসাটির সহ-সুপার বেলাল হোসেন কাদেরী, মোহাম্মদ ইউছুপ, আরিফুল হক অভি, রাশেদুল ইসলাম ইমন, রুমি আক্তার, মো. আজিম প্রমূখ।
পরে মাদ্রাসার প্লে থেকে পঞ্চম শ্রেণির ছাত্রছাত্রীদের অংশগ্রহণে অনুষ্ঠিত ক্রীড়া প্রতিযোগিতায় বিভিন্ন ইভেন্টে বিজয়ী ৯৮ জন শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ।