প্রতিনিধি ৩ ফেব্রুয়ারি ২০২৫ , ৬:৫০:৩৫ প্রিন্ট সংস্করণ
চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার দোহাজারী ৩১শয্যা বিশিষ্ট হাসপাতাল পরিদর্শন করেছেন নবযোগদানকৃত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রশ্মি চাকমা।
রবিবার দুপুরে তিনি হাসপাতালের পুরুষ ও নারী ওয়ার্ড ঘুরে দেখেন এবং হাসপাতালের বহিঃ বিভাগে আগত রোগী ও ভর্তি থাকা রোগীদের সাথে কথা বলেন। পাশাপাশি প্যাথলজি বিভাগ, টিকাদান কেন্দ্র, পরিবার পরিকল্পনা বিভাগ, ফার্মেসি এবং রান্নাঘরে খাবারের মাণ যাচাই করেন। এছাড়া কর্মকর্তা-কর্মচারীদের কাছ থেকে হাসপাতালের বিভিন্ন সমস্যা সম্পর্কে জানতে চান এবং সেগুলো দ্রুত সমাধানের আশ্বাস দেন তিনি।
এসময় তিনি বলেন, সকলের জন্য মানসম্পন্ন স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। দোহাজারী হাসপাতাল ৩১শয্যা বিশিষ্ট হলেও এখানে অনেক রোগী মেঝেতে চিকিৎসা নেন। দ্রুততম সময়ে কিছু শয্যার ব্যবস্থা করতে উর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলাপ করবো। জনবল সংকট নিরসণেও পদক্ষেপ নেওয়া হবে। মহাসড়কের পার্শ্ববর্তী এই হাসপাতালে রোগীদের ভালো চিকিৎসা সেবা প্রদান করা আমাদের কর্তব্য। অবকাঠামোগত সমস্যা সমাধানের জন্য উর্ধ্বতন কর্তৃপক্ষের মাধ্যমে স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সাথে আলোচনা করবেন বলেও জানান এই কর্মকর্তা।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন দোহাজারী হাসপাতালের মেডিকেল অফিসার ডা. রাকিবুল হাসান মারুফ, ডা. আলোদ্বীপা মজুমদার, ডা. আবদুল্লা শাহরিয়ার মিশু, নার্সিং ইনচার্জ জান্নাতুল নাঈমা, সিনিয়র স্টাফ নার্স দেবশ্রী মুহুরী, প্রধান সহকারী সেলিম উদ্দিন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ক্যাশিয়ার শহিদুল ইসলাম, মেডিকেল টেকনোলজিস্ট (ল্যাব) ইসমাঈল, ইপিআই সিরাজুল ইসলাম, ফার্মাসিস্ট আব্দুস ছালাম, আমিনুল ইসলাম প্রমুখ।