প্রতিনিধি ৪ ফেব্রুয়ারি ২০২৫ , ৪:৪৯:০১ প্রিন্ট সংস্করণ
চট্টগ্রামের চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে যোগদান করেছেন পুলিশ পরিদর্শক মো. নুরুজ্জামান।
সোমবার বিকেলে আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেন তিনি। এর আগে, কক্সবাজার সদর থানার পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) ওসি (তদন্ত) হিসেবে দায়িত্ব পালন করেন তিনি।
লক্ষীপুর সদরের চন্দ্রগঞ্জ থানার বাসিন্দা মো. নুরুজ্জামান ২০১০ সালে আউটসাইড ক্যাডেট হিসেবে পুলিশ উপ-পরিদর্শক (এস আই) পদে বাংলাদেশ পুলিশ বাহিনীতে যোগদানের পর প্রবেশনারি কর্মকর্তা হিসেবে কক্সবাজার জেলা পুলিশে দায়িত্ব পালন করেন। এরপর কুড়িগ্রামের রৌমারি থানা ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) ওসি (তদন্ত) হিসেবে বিভিন্ন থানায় দায়িত্ব পালন করেন এ কর্মকর্তা।
চন্দনাইশ থানা এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নসহ সব রকম অপরাধ দমনে সবার সহযোগিতা কামনা করেন তিনি।