চট্টগ্রাম

দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক কমিটি ঘোষণা, বাঁশখালী পৌর ছাত্রদলের আনন্দ মিছিল

  প্রতিনিধি ৪ ফেব্রুয়ারি ২০২৫ , ৪:৫১:০২ প্রিন্ট সংস্করণ

দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক কমিটি ঘোষণা, বাঁশখালী পৌর ছাত্রদলের আনন্দ মিছিল

দীর্ঘদিন পরে রোববার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ইদ্রিস মিয়াকে আহবায়ক ও লায়ন মো. হেলাল উদ্দিনকে সদস্য সচিব করে পাঁচ সদস্য বিশিষ্ট চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি’র আংশিক আহবায়ক কমিটি গঠন করা হয়।

কমিটিতে যুগ্ম আহবায়ক নির্বাচিত করা হয় বাঁশখালীর সাবেক সাংসদ মরহুম জাফরুল ইসলাম চৌধুরীর সন্তান মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পাকে।

এদিকে তাকে দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক কমিটিতে যুগ্ম আহবায়ক নির্বাচিত করায় বিএনপির   ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদের আহবায়ক কমিটির সিনিয়র সদস্য এস.এম. তৈয়ব এর নের্তৃত্বে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়।

সোমবার (৩ ফেব্রুয়ারি) বিকালে উপজেলার মিয়ার বাজার থেকে শুরু হয়ে আনন্দ মিছিলটি বাঁশখালী প্রধানসড়ক প্রদক্ষিণ করে উপজেলা সদরে গিয়ে শেষ হয়।

মিছিল শেষে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন বাঁশখালী পৌরসভা ছাত্রদল নেতা মোহাম্মদ জাকের, মোহাম্মদ তারেক, সরকারি আলাওল কলেজ ছাত্রদলের সাবেক সদস্য সচিব আরমান সিকদার, মোহাম্মদ রাশেদ, মোহাম্মদ জুবায়ের, শওকত, আবু ছালেক, জয়নাল, আব্দু রহিম সিকদার, মোহাম্মদ সাইফুল, আলাওল কলেজ ছাত্রদল নেতা জাহেদুল ইসলাম, মোহাম্মদ আরফাত, আবু বক্কর, কপিল উদ্দিন, জিসান, হুমায়ুন, আরিফ, রকিব প্রমুখ।

আরও খবর

Sponsered content