চট্টগ্রাম

কক্সবাজারে সমুদ্র সৈকত সহ খুলছে পর্যটন স্পট

  প্রতিনিধি ৮ আগস্ট ২০২০ , ৭:৩১:১৫ প্রিন্ট সংস্করণ

কক্সবাজার প্রতিনিধি
কক্সবাজারে আগামী ১৭ আগস্ট থেকে সমুদ্র সৈকত ও হোটেল-মোটেল সহ পৌর এলাকা কেন্দ্রিক পর্যটন কেন্দ্রগুলো শর্ত-সাপেক্ষে সীমিত আকারে খুলে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। ভার্চুয়াল প্লাটফরমে অনুষ্টিত জেলা প্রশাসনের পর্যটন সেলের এক সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে সাংবাদিকদের জানিয়েছেন জেলা প্রশাসক মো. কামাল হোসেন। আগে গত ১ আগস্ট বিনোদন কেন্দ্রগুলো খুলে দিতে জেলা প্রশাসনের পর্যটন সেলের দায়িত্বপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট ইমরান জাহিদ খানের নেতৃত্বে হোটেল-মোটেল ও পর্যটন খাত সংশ্লিষ্ট ব্যবসায়িদের সমন্বয়ে একটি কমিটি গঠন করা হয় বলে জানান জেলা প্রশাসক। করোনা কালীন পরিস্থিতিতে গত ১৮ মার্চ থেকে কক্সবাজার সমুদ্র সৈকত ও হোটেল-মোটেলসহ জেলার পর্যটন কেন্দ্রগুলো বন্ধ রাখার নির্দেশ দেয় প্রশাসন। লকডাউন ও সাধারণ ছুটি ঘোষণার সময়সীমা শেষ হলেও বন্ধ ছিল পর্যটন কেন্দ্রগুলো। এতে দীর্ঘ সাড়ে ৪ মাসেরও বেশী সময় ধরে বন্ধ ছিল পর্যটক আনাগোনা। নির্দিষ্ট কিছু শর্ত-সাপেক্ষে সীমিত আকারে সমুদ্র সৈকত ও হোটেল-মোটেলসহ কক্সবাজার পৌর এলাকা কেন্দ্রিক পর্যটন কেন্দ্রগুলো খুলে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। তবে জেলার অন্যান্য বিনোদন কেন্দ্রগুলো পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত বন্ধ থাকবে। করণীয় নির্ধারণে জেলা প্রশাসনের পর্যটন সেলের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সংশ্লিষ্টদের সঙ্গে আলাপ-আলোচনা করে বিনোদন কেন্দ্রগুলো চালু করতে নীতিমালা তৈরী করেছেন। এতে স্বাস্থ্যবিধি মেনে কিভাবে পর্যটন কেন্দ্রগুলো চালু করা যায় সেটির নির্দেশনা রয়েছে। পর্যটন কেন্দ্রগুলো খুলে দিতে সেক্টর ভিত্তিক এসব নির্দেশনা তৈরী করা হয়েছে। এতে প্রতিটি সেক্টরের জন্য আলাদা করে শর্ত আরোপ উল্লেখ রয়েছে। নির্দেশনাগুলো বাস্তবায়ন কারা করবে তাও উল্লেখ রয়েছে। এগুলো যথাযথভাবে মানা হচ্ছে কিনা তা পর্যবেক্ষণ ও ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসন তদারকি করবেন। জেলা প্রশাসক জানিয়েছেন, স্বাস্থ্যবিধিসহ নির্দেশনায় শর্তাবলী লংঘনকারিদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

আরও খবর

Sponsered content

Powered by