চট্টগ্রাম

চট্টগ্রামে শিবিরের বর্ণাঢ্য প্রতিষ্ঠাবার্ষিকী র‌্যালী

  প্রতিনিধি ৬ ফেব্রুয়ারি ২০২৫ , ৭:২৮:৪৫ প্রিন্ট সংস্করণ

চট্টগ্রামে শিবিরের বর্ণাঢ্য প্রতিষ্ঠাবার্ষিকী র‌্যালী

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির চট্টগ্রাম মহানগর দক্ষিণের উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) সকাল ৮টায় নয়াবাজার বিশ্বরোড থেকে বড়পোল মোড় পর্যন্ত বিশাল এক র‌্যালীর আয়োজন করেছে।

র‌্যালি শেষে সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় কলেজ কার্যক্রম ও ব্যবসায় শিক্ষা সম্পাদক মো. শহীদুল ইসলাম বলেন, স্বাধীনতা-পরবর্তী সময়ে মুজিবের বাকশাল, ধর্মনিরপেক্ষতাবাদ এবং বাম সন্ত্রাসীদের দৌরাত্ম্যে ছাত্রসমাজ যখন দিশেহারা, তখনই ছাত্রসমাজের হাল ধরতে আলোর মশাল হিসেবে প্রতিষ্ঠিত হয় বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।

ছাত্রশিবির চট্টগ্রাম মহানগর দক্ষিণের সভাপতি ইব্রাহীম হোসেন রনি ও সেক্রেটারী মাইমুনুল ইসলাম মামুনের নেতৃত্বে অনুষ্ঠিত উক্ত র‌্যালীতে নগর ও কেন্দ্রীয় নেতৃবৃন্দ অংশ নেন।

আরও খবর

Sponsered content